ভারতে বুলেট ট্রেন চালুর স্বপ্ন আর খুব বেশি দূরে নয়। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে এই প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, ভারতীয় রেলের হাইস্পিড প্রকল্পগুলি দেশের জন্য গর্বের বিষয়। মোদীর দাবি, শীঘ্রই ভারতে বুলেট ট্রেন ছুটতে দেখা যাবে।
মোদী বলেন, “আমি বন্দে ভারত ট্রেনের স্লিপার ভার্সনের একটি ভিডিও দেখেছি, যা ঘণ্টায় ১৮০ কিমি বেগে চলছিল। এটি দেখে দারুণ লাগল। তবে এই তো শুধু শুরু। খুব শিগগিরই বুলেট ট্রেনের গতি উপভোগ করবে দেশ।”
বন্দে ভারত ট্রেনকে আরও হাইস্পিড ট্রেনের স্ট্যাটাসে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র। মিন্টের এক রিপোর্ট অনুযায়ী, বন্দে ভারত ট্রেন ভবিষ্যতে বুলেট ট্রেন করিডরে চালানো হতে পারে। ইতিমধ্যে আইসিএফ এবং বিইএমএল মিলে এমন একটি ট্রেনের নকশা তৈরি করছে, যা ঘণ্টায় ২৮০ কিমি গতিতে চলতে পারবে।
বিইএমএল দুই বছরের মধ্যে আট কামরার দুটি ট্রেন নির্মাণ করবে। আহমেদাবাদ-মুম্বই বুলেট করিডরে এই ট্রেনগুলির ট্রায়াল রান করা হবে। এই প্রকল্পের জন্য ৮৬৭ কোটি টাকার চুক্তি সম্পন্ন হয়েছে।
দেশীয় সংস্থা বিইএমএল বেঙ্গালুরুর কোচ কমপ্লেক্সে এই উচ্চগতির ট্রেন নির্মাণের কাজ করবে। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে বুলেট ট্রেন চালুর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোদীর এই প্রকল্প ভারতীয় রেলের এক নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।