টানা হার এবং ব্যর্থতার পরও ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন জানিয়ে পাশে দাঁড়ালেন প্রাক্তন ক্রিকেটার যুবরাজ সিং। সদ্য সমাপ্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩-১ ব্যবধানে হার ও ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ০-৩ ব্যবধানে হারের পর ভারতীয় ক্রিকেট দল তীব্র সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে দলের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে নিয়ে আলোচনা আরও বেশি। এই পরিস্থিতিতে পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে যুবরাজ সিং বলেন, “মানুষ ভুলে যায় তারা (বিরাট-রোহিত) অতীতে কী অর্জন করেছে। আজকের দিনে তারা দুইজনই বিশ্বমানের ক্রিকেটার। হেরে যাওয়া খেলারই একটি অংশ, এবং আমার বিশ্বাস তারা আমাদের চেয়েও বেশি কষ্ট অনুভব করছে।”
ভারতীয় দলের সাম্প্রতিক ব্যর্থতার প্রসঙ্গে যুবরাজ আরও বলেন, “আমি কখনও কোনও দলকে অস্ট্রেলিয়ায় টানা দুটি সিরিজ জিততে দেখিনি। ভারত সেটা করে দেখিয়েছে, যা নিঃসন্দেহে একটি বড় অর্জন।” যুবরাজ সিং কোচ গৌতম গম্ভীর ও গোটা টিম ইন্ডিয়াকে তার পরিবার বলে উল্লেখ করেন এবং তাদের সমালোচনার বদলে সমর্থন জানানোর আহ্বান জানান। এদিকে, ভারতের সাম্প্রতিক পারফরম্যান্স দলটির জন্য একটি কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। তবে যুবরাজের মতে, সমালোচনা নয়, বরং খেলোয়াড়দের প্রতি আস্থা রাখা ও সমর্থন দেওয়া জরুরি। তিনি বলেন, “খারাপ সময় আসবেই, তবে এই দলটি ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে।”
যুবরাজ সিংয়ের এই মন্তব্য ক্রিকেটপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে। সমর্থনের এই বার্তা হয়তো বিরাট-রোহিতদের আত্মবিশ্বাস বাড়াতে সহায়ক হবে।
