বর্ডার-গাভাসকর ট্রফির শেষে ভারতীয় ক্রিকেটে নতুন মাইলফলক স্থাপন করলেন জসপ্রীত বুমরাহ। কেরিয়ারের সেরা ৯০৮ রেটিং পয়েন্টে পৌঁছে তিনি হলেন ভারতের সর্বকালের সর্বোচ্চ রেটিং পাওয়া টেস্ট বোলার। তিনি শীর্ষ স্থান ধরে রেখেছেন আইসিসি টেস্ট বোলারদের তালিকায়। অন্যদিকে, রবীন্দ্র জাদেজা উঠে এসেছেন নবম স্থানে, মহম্মদ সিরাজ এক ধাপ নেমে অবস্থান করছেন ২৬ নম্বরে।অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড অসাধারণ পারফরম্যান্সে ২৯ ধাপ এগিয়ে নবম স্থানে জায়গা করে নিয়েছেন। প্যাট কামিন্স দ্বিতীয় এবং কাগিসো রাবাদা তৃতীয় স্থানে উঠে এসেছেন, যেখানে জোশ হেজেলউড চতুর্থ স্থানে নেমে গিয়েছেন।
টেস্ট ব্যাটারদের তালিকায় ঋষভ পন্ত তিন ধাপ এগিয়ে নবম স্থানে প্রবেশ করেছেন। যশস্বী জসওয়াল চতুর্থ স্থান ধরে রেখেছেন, তবে শুভমন গিল ও বিরাট কোহলি যথাক্রমে ২৩ এবং ২৭ নম্বরে নেমে গেছেন। রোহিত শর্মা পিছিয়ে রয়েছেন ৪২তম স্থানে।
অল-রাউন্ডারদের তালিকায় রবীন্দ্র জাদেজা তার শীর্ষস্থান অটুট রেখেছেন। দক্ষিণ আফ্রিকার মারকো জানসেন দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশের মেহেদি হাসান তৃতীয় স্থানে উঠে এসেছেন।বিশ্ব ক্রিকেটেও কিছু পরিবর্তন লক্ষ্যণীয়। টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন জো রুট, হ্যারি ব্রুক দ্বিতীয় এবং কেন উইলিয়ামসন তৃতীয় স্থানে। আফগানিস্তানের রহমত শাহ ২৬ ধাপ এগিয়ে ২৬ নম্বরে উঠে এসেছেন।
এই তালিকা প্রতিটি ক্রিকেটারের পারফরম্যান্স এবং ধারাবাহিকতার প্রমাণ বহন করে, যা বিশ্ব ক্রিকেটে নতুন প্রতিযোগিতার মঞ্চ তৈরি করেছে।