আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের আগে জাতীয় রাজনীতিতে নতুন সমীকরণ সামনে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এবার সরাসরি সমর্থন জানাল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)-কে। একইসঙ্গে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি (সপা)-ও সমর্থন জানিয়েছে আপ-কে।দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আপ-এর জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, “ভালো-খারাপ সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং সমর্থন করার জন্য মমতা দিদিকে ধন্যবাদ। আপনার আশীর্বাদ আমাদের অনুপ্রাণিত করে।”
INDIA জোটের এই তিন শরিক দল বিজেপি-বিরোধী অবস্থান থেকে একত্র হলেও কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠছে। কারণ, কংগ্রেস দিল্লি নির্বাচনে আপ-এর অন্যতম প্রতিদ্বন্দ্বী। এমন পরিস্থিতিতে, আপ-কে তৃণমূল ও সপা’র সমর্থন কি কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা?রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এটি INDIA জোটের ভেতর ফাটল ধরার ইঙ্গিত হতে পারে। বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছে তৃণমূল, সপা এবং অন্য শরিক দলগুলি। তারা বার্তা দিতে চাইছে যে জাতীয় দল হিসেবে কংগ্রেসকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হবে না।
উল্লেখ্য, ২০২০ সালের দিল্লি নির্বাচনে তৃণমূল এবং সপা একইভাবে আপ-কে সমর্থন করেছিল। সেবার আপ ঐতিহাসিক জয় অর্জন করেছিল। এবারও একই সমর্থনের পুনরাবৃত্তি কংগ্রেসের উপর চাপ তৈরি করতে পারে।
এই পরিস্থিতি আগামী দিনে বিজেপি-বিরোধী জোটের অভ্যন্তরীণ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।