হলিউডে কাজ ও ব্যক্তিগত জীবনে ব্যস্ত প্রিয়াঙ্কা চোপড়া দীর্ঘদিন বলিউড থেকে দূরে থাকলেও, আবারও বলিউডে কাজ করার ইচ্ছে প্রকাশ করেছেন। বেশ কয়েক মাস ধরেই তাঁর ‘জি লে জরা’ ছবিতে কাজ করার কথা শোনা গেলেও এখনও শুটিং শুরু হয়নি। এরই মধ্যে নতুন জল্পনা শুরু হয়েছে যে, ‘ডন ৩’-এ রণবীর সিং-এর বিপরীতে প্রিয়াঙ্কা অভিনয় করতে পারেন।
যদিও ‘ডন ৩’-এর রোমা চরিত্রে প্রথমে কিয়ারা আদবানিকে বেছে নেওয়ার কথা শোনা গিয়েছিল, তবে এই সিদ্ধান্ত নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনে করছেন, প্রিয়াঙ্কার মতো শক্তিশালী অভিনেত্রী ছাড়া রোমা চরিত্র বিশ্বাসযোগ্য হবে না। রেডিট-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রিয়াঙ্কার পক্ষেই জোরালো দাবি উঠেছে। এক ব্যবহারকারী লিখেছেন, “রোমা চরিত্রে প্রিয়াঙ্কার বিকল্প কেউ হতে পারে না।” অন্য একজন মন্তব্য করেছেন, “কিয়ারা ভ্যানিলা অভিনেত্রী, তিনি এই চরিত্রে একেবারেই মানানসই নন।” অনেকেই আবার শাহরুখ খানকে পর্দায় ফেরানোর ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের মতে, রণবীর মুখ্য চরিত্রে থাকলেও, পার্শ্বচরিত্রে শাহরুখকে দেখানো হলে ছবির আকর্ষণ আরও বাড়ত।
‘ডন’ ফ্র্যাঞ্চাইজি নিয়ে ভক্তদের প্রত্যাশা বরাবরই তুঙ্গে। প্রিয়াঙ্কা ও শাহরুখের অনবদ্য কেমিস্ট্রির কারণে এই ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয়তা আকাশছোঁয়া। তবে ‘ডন ৩’-এ শেষমেশ কে অভিনয় করবেন, তা জানার জন্য দর্শকদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।