শনিবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ডার্বিতে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) পয়েন্ট টেবিলে ইস্টবেঙ্গল রয়েছে ১১ নম্বরে, ১৪ ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ১৪ পয়েন্ট। অন্যদিকে, মোহনবাগান ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থানে। তবুও চ্যালেঞ্জ নিতে প্রস্তুত লাল-হলুদ ব্রিগেড।
ডার্বির আগে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো জানালেন, তার দল পুরো ৩ পয়েন্ট পাওয়ার লক্ষ্য নিয়ে ঝাঁপাবে। তিনি বলেন, “আমাদের লক্ষ্য জেতা। আন্ডারডগ হিসেবে নয়, ফিফটি-ফিফটি সুযোগ নিয়েই মাঠে নামব।”
ইস্টবেঙ্গলের বড় ভরসা আনোয়ার আলি। যদিও মুম্বইয়ের বিরুদ্ধে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। অনুশীলনে অংশ নিলেও তার পায়ে ব্যান্ডেজ দেখা গেছে। ব্রুজো জানিয়েছেন, “আগামী ৪৮ ঘণ্টা আনোয়ারের জন্য গুরুত্বপূর্ণ। ফিট থাকলে খেলানো হবে।” অন্যদিকে, চোটের কারণে ক্রেসপোর খেলা অসম্ভব বলে জানানো হয়েছে।
রেফারিং নিয়ে অতীতে প্রশ্ন তুললেও, এবার কোনো অজুহাত দিতে নারাজ ব্রুজো। তিনি বলেন, “রেফারির সিদ্ধান্ত নিয়ে ভাবতে চাই না। আমরা শুধুমাত্র ম্যাচে মনোনিবেশ করছি।”
ফুটবলার লালচুংনুঙ্গা জানালেন, “মুম্বইয়ের বিরুদ্ধে রক্ষণে ভুল হয়েছিল। ডার্বিতে ক্লিন শিট রাখার জন্য বিশেষ অনুশীলন চলছে।”
মোহনবাগান শক্তিশালী দল হলেও, তাদের কিছু দুর্বলতা রয়েছে বলে মত ব্রুজোর। তিনি বলেন, “মোহনবাগান ছন্দে আছে, তবে তাদের উইংয়ে সমস্যা রয়েছে। আমাদের সেরা ফুটবল খেলতে হবে।”
সবমিলিয়ে, ডার্বি জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল ব্রিগেড।