উত্তরপ্রদেশের মীরাটে এক ভয়াবহ ঘটনায় এক দম্পতি এবং তাঁদের তিন কন্যাসন্তানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। দম্পতির দেহ মেঝেতে পড়ে ছিল, আর তিন শিশুর দেহ পাওয়া গেছে বক্স খাটের ভিতরে। মৃতদের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
লিসাড়ি গেট থানার অন্তর্গত একটি বাড়িতে বৃহস্পতিবার রাতে এই মর্মান্তিক ঘটনা প্রকাশ্যে আসে। মৃতরা হলেন মইন, তাঁর স্ত্রী আসমা এবং তাঁদের তিন মেয়ে—আফসা (৮), আজিজা (৪) এবং আদিবা (১)। মৃতের ভাই সেলিম জানান, বুধবার থেকেই মইন ও তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না। এরপর দরজা ভেঙে ভিতরে ঢুকে মৃতদেহগুলি উদ্ধার করা হয়।
মীরাটের সিনিয়র পুলিশ সুপার বিপিন টাডা জানিয়েছেন, দম্পতির বাড়ির দরজা বাইরে থেকে বন্ধ ছিল। এতে অনুমান করা হচ্ছে, অপরাধীর পরিচয় পরিবারের কারও সঙ্গে থাকতে পারে। ঘটনাস্থল থেকে ফরেন্সিক বিশেষজ্ঞরা তথ্যপ্রমাণ সংগ্রহ করেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, এবং পুলিশের সন্দেহ, পুরনো শত্রুতার কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
পুলিশ জানিয়েছে, এই পরিবার সম্প্রতি নতুন জায়গায় এসেছিল। তাঁদের বিষয়ে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। হত্যার সঠিক সময় ও কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।
প্রতিবেশীরা জানিয়েছেন, এই পরিবারে কখনও বড় ধরনের অশান্তির খবর পাওয়া যায়নি। তবে যেভাবে দেহগুলি লুকানো হয়েছে, তাতে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে করছেন তদন্তকারীরা।
ঘটনাটি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ দোষীদের চিহ্নিত করতে সব দিক থেকে তদন্ত চালাচ্ছে।