লারসেন অ্যান্ড টুব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যনের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি রবিবারেও কর্মীদের দিয়ে কাজ করানোর ইচ্ছা প্রকাশ করেন, তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।
সাংবাদিক ফায়ে ডি’সুজার পোস্ট শেয়ার করে দীপিকা লেখেন, “এত সিনিয়র পদে থাকা মানুষদের এমন মন্তব্য করতে দেখে অবাক লাগছে। #MentalHealthMatters।”
এক কর্মীদের সঙ্গে কথোপকথনে সুব্রহ্মণ্যন বলেন, “আমি দুঃখিত যে রবিবার কাজ করাতে পারি না। আমি যদি আপনাকে রবিবার কাজ করাতে পারতাম, তবে আমি আরও খুশি হতাম, কারণ আমি রবিবারও কাজ করি।” তিনি আরও বলেন, “বাড়িতে বসে কী করো? স্ত্রীর দিকে কতক্ষণ তাকিয়ে থাকা যায়?” এই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে।
দীপিকা পাড়ুকোন ২০১৫ সালে ‘লাইভ লাভ লাফ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন, যা মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করে। অবসাদের সঙ্গে নিজের লড়াই থেকেই দীপিকা এই উদ্যোগ শুরু করেন। ফাউন্ডেশনটি মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে স্কুল ও কলেজগুলিতে ক্যাম্প পরিচালনা করে।
সুব্রহ্মণ্যনের মন্তব্য ওয়ার্ক-লাইফ ব্যালেন্স এবং কর্মক্ষেত্রের সংস্কৃতি নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। অনেকেই এর বিরোধিতা করে মানসিক স্বাস্থ্য এবং ব্যক্তিগত জীবনের গুরুত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। দীপিকার মতো জনপ্রিয় ব্যক্তিত্ব এই ইস্যুতে সরব হওয়ায় বিষয়টি আরও বেশি করে নজর কেড়েছে।
এদিকে, দীপিকা আপাতত মাতৃত্বকালীন ছুটি কাটাচ্ছেন। তাঁর মেয়ের বয়স মাত্র ৪ মাস। কাজের দিক থেকে, তাঁকে শেষ দেখা গিয়েছে কল্কি ২৮৯৮ এডি ও সিংঘম এগেইন-এ।