সুপ্রিম কোর্টে বুধবার একটি আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের (PMLA) মামলায় সলিসিটর জেনারেল তুষার মেহতাকে তিরস্কৃত হতে হলো। বিচারপতি অভয় এস ওকা এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার ডিভিশন বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর সওয়াল নিয়ে ক্ষোভ প্রকাশ করে জানায়, আইন সম্পর্কিত সাধারণ বিষয়গুলো জানা না থাকলে আদালতে সওয়াল করার অধিকার নেই। মামলার সূত্রপাত হয়েছিল গত বছরের ডিসেম্বরে। ইডির পক্ষ থেকে সেদিন বলা হয়েছিল, PMLA-র আওতায় অভিযুক্ত এক মহিলার জামিনেও কঠোর শর্ত প্রযোজ্য হওয়া উচিত। সুপ্রিম কোর্ট তৎক্ষণাৎ জানায়, সংবিধানবিরোধী সওয়াল করলে তা সহ্য করা হবে না।
বুধবারের শুনানিতে সলিসিটর জেনারেল জানান, মহিলাদের জন্য আইন অনুযায়ী যে বিশেষ ছাড়ের বিধান আছে, তা কার্যকর হবে। তবে আদালতে তাঁদের সওয়ালের সুযোগ দেওয়া উচিত। শেষপর্যন্ত, সুপ্রিম কোর্ট জানায়, ১৯ ডিসেম্বর অতিরিক্ত সলিসিটর জেনারেলের বক্তব্য গৃহীত হচ্ছে না। আদালত স্পষ্ট করে জানায়, অভিযুক্ত মহিলার জামিন পাওয়ার অধিকার রয়েছে এবং সলিসিটর জেনারেলের সাম্প্রতিক সওয়ালই বিবেচনায় নেওয়া হবে।
এই রায়ে আদালত পুনরায় মনে করিয়ে দেয় যে সংবিধান ও আইনবিরোধী সওয়াল আদালতে গ্রহণযোগ্য নয়। বিচারপতিদের মতে, আইন রক্ষার ক্ষেত্রে সরকার পক্ষের আইনজীবীদের দায়িত্ব আরও বেশি। মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের এমন কঠোর বার্তা ভবিষ্যতে মামলার আইনি প্রক্রিয়ায় সতর্কতার বার্তা দেবে।
