গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণার দাবি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। মকর সংক্রান্তির দিন রাজ্য বিজেপি সভাপতি এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তবেই গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা হিসেবে স্বীকৃতি দেবে কেন্দ্র। তিনি আরও বলেন, “মা গঙ্গার কাছে প্রার্থনা করুন, রাজ্যে রামের সরকার আসুক। হিন্দুদের সরকার আসুক। তাহলেই গঙ্গাসাগর মেলা কেন্দ্রীয় মেলা হবে।” এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেসসহ বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে ধর্মীয় বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলেছে। তৃণমূল নেতা ও মন্ত্রী অরূপ বিশ্বাস পাল্টা বলেন, “বিজেপি দিবাস্বপ্ন দেখছে। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলা ঘোষণা করতে হবে না। সাধারণ মানুষই তা সম্মান দিয়েছেন। বিজেপি রাজ্যে ১০০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না।”
তৃণমূলের অভিযোগ, বিজেপি গঙ্গাসাগরের মতো ঐতিহাসিক মেলাকেও রাজনৈতিক হাতিয়ার বানাচ্ছে। অন্যদিকে, বিজেপি পাল্টা অভিযোগ করে বলেছে, তৃণমূল কেন্দ্রীয় বরাদ্দের টাকা অপব্যবহার করে নিজেদের পকেট ভরতে চায়। বিজেপি দাবি করেছে, গঙ্গাসাগর মেলা হাজার হাজার বছর ধরে সরকারি সাহায্য ছাড়াই চলছে। তবে এই রাজনৈতিক বিতর্ক গঙ্গাসাগর তীর্থযাত্রীদের মধ্যে কোনও প্রভাব ফেলেনি। এক ভক্ত বলেন, “আমরা গঙ্গা মায়ের ডাকে এখানে আসি। রাজনীতি আমাদের বিশ্বাসে বাধা দিতে পারে না।”
সাম্প্রতিক এই তর্ক সত্ত্বেও গঙ্গাসাগর মেলা পূর্ণ ভক্তি ও বিশ্বাস নিয়ে পালন করা হচ্ছে।