আগামী ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিতব্য বিএসএফ এবং বিজিবির ডিরেক্টর জেনারেল পর্যায়ের বৈঠক ঘিরে বাংলাদেশ-ভারতের সীমান্ত সমস্যা আবারও উত্তপ্ত। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম চৌধুরীর বক্তব্যে এ বৈঠক নিয়ে উত্তেজনা আরও বাড়ার ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, “কিছু অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। সমস্যা সমাধানের জন্য আমরা মন্ত্রকের পক্ষ থেকে চিঠি পাঠাচ্ছি।
সম্প্রতি সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে আপত্তি জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারা দাবি করেছে, এ কাজের জন্য প্রয়োজনীয় অনুমোদন নেয়নি বিএসএফ। অথচ আগে এ বিষয়ে বিজিবির কোনো আপত্তি ছিল না। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, সীমান্তে বেড়া দেওয়ার কাজ চুক্তি ও প্রোটোকল মেনেই করা হচ্ছে। বেড়ার মাধ্যমে গবাদি পশু পাচার, অনুপ্রবেশ এবং মানবপাচার রোধ সম্ভব বলে সাউথ ব্লক জানিয়েছে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মহম্মদ নুরাল ইসলামকে ডেকে এ বিষয়ে ভারতের কঠোর অবস্থানের কথা জানানো হয়েছে।
বিএসএফ-বিজিবির ডিজি পর্যায়ের বৈঠকে উত্তেজনা নিরসনের পথ খোঁজা হবে বলে আশা করা হচ্ছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার “অসম চুক্তি” প্রসঙ্গ ও সীমান্তে বেড়া নিয়ে আপত্তি পরিস্থিতি জটিল করে তুলেছে। দুই দেশের মধ্যে সহযোগিতা বজায় রাখতে এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।