বলিউড অভিনেতা সইফ আলি খান নিজ বাড়িতেই ভয়ঙ্কর হামলার শিকার হয়েছেন। বুধবার গভীর রাতে মুম্বইয়ের পতৌদি প্রাসাদে চুরি করতে ঢুকে এক দুষ্কৃতী সইফের উপরে এলোপাথাড়ি ছুরির আঘাত হানে। পেটে এবং শিরদাঁড়ার পাশে গুরুতর আঘাত পান অভিনেতা। তাঁকে তৎক্ষণাৎ মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।
লীলাবতী হাসপাতালের সিওও ডঃ নীরজ উত্তামানি জানিয়েছেন, সইফের শরীরে ছ’টি ছুরির আঘাত রয়েছে, যার মধ্যে দুটি বেশ গভীর। নিউরোসার্জন ডঃ নিতিন দাঙ্গে, কসমেটিক সার্জন ডঃ লীনা জৈন এবং অ্যানেস্থেসিওলজিস্ট ডঃ নিশা গান্ধীর তত্ত্বাবধানে অস্ত্রোপচার চলছে। তবে আপাতত সইফের অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর।
সূত্রের খবর, রাত আড়াইটে নাগাদ চোর বাড়ির আলমারি খুলে চুরি করছিল। শব্দ পেয়ে পরিচারকরা চিৎকার করলে চোর পালানোর চেষ্টা করে। সেই সময় ঘর থেকে বেরিয়ে আসেন সইফ। চোরের সঙ্গে মুখোমুখি হওয়ায় আতঙ্কিত চোর ছুরি চালিয়ে পালায়।
এই ঘটনার পর মুম্বই পুলিশ বলিউড সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কীভাবে এত বড় বাড়িতে নিরাপত্তা ভেদ করে চোর ঢুকে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করেছে ক্রাইম ব্রাঞ্চ। পরিচারকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সইফ আলি খানের অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। তবে এই ঘটনার পর বলিউড তারকাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠেছে।