সারেগামাপা ২০২৪-এর গ্র্যান্ড ফিনালে ঘিরে উত্তেজনা ক্রমেই বাড়ছে। কদিন আগেই রুক্মিণী মৈত্র শেয়ার করেছিলেন শুটিং-এর ব্যাকস্টেজের ছবি। যদিও তা থেকে সেমি-ফাইনালের প্রতিযোগীদের বিষয়ে বিশেষ কিছু জানা যায়নি। তবে সম্প্রতি বিচারক রাঘব চট্টোপাধ্যায়ের একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
রাঘব শেয়ার করা ছবিতে সারেগামাপা টিমের সঙ্গে দেখা গিয়েছে তিন প্রতিযোগী অনীক, সত্যজিৎ এবং অতনুকে, যাঁদের মাথায় ছিল বিশেষ গ্র্যাজুয়েশন হ্যাট। সাধারণত এই ধরনের হ্যাট ফাইনালিস্টদের মাথায় পরানো হয়। যদিও এই ছবিতে আরাত্রিকা, বনশ্রী এবং দেয়াশিনীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। তাহলে কি এই তিনজনই ফাইনালিস্ট? এই জল্পনা আরও বাড়িয়েছে।
এবারের সারেগামাপায় কোনো মেন্টর ছিলেন না। বরং ৮ জন বিচারক— শান্তনু মৈত্র, অন্তরা মিত্র, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত, কৌশিকী চক্রবর্তী, জোজো মুখোপাধ্যায় এবং জাভেদ আলি মিলে ৪টি দল তৈরি করেছিলেন। ৩১ জন প্রতিযোগী নিয়ে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সেরা ৫-৬ জনই গ্র্যান্ড ফিনালে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে।
রাঘব পোস্টে লিখেছেন, “এই অবিশ্বাস্য যাত্রার অংশ হওয়া কোনো জাদুর থেকে কম নয়। তাদের বেড়ে উঠতে দেখা, এই স্মৃতিগুলো চিরকাল মনে থাকবে।” তবে কে কে ফাইনালে পৌঁছেছেন, তা নিশ্চিত হতে দর্শকদের অপেক্ষা করতে হবে গ্র্যান্ড ফিনালের টেলিকাস্ট পর্যন্ত।
