পার্ক স্ট্রিটের একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্কের লকার থেকে গয়না ও মূল্যবান রত্ন চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে ব্যাঙ্কের এক মহিলা কর্মী মৌমিতা শীকে। ধৃতের দাদা মিঠুন শীকেও গ্রেফতার করেছে কলকাতা পুলিশের প্রতারণা দমন শাখা। অভিযোগ, ডুপ্লিকেট চাবি ব্যবহার করে লকার থেকে গয়না এবং রত্ন সরিয়ে ফেলতেন মৌমিতা। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, চুরির মাল কসবার বোসপুকুর এলাকার একটি ফ্ল্যাটে রাখা আছে। পুলিশ সেই ফ্ল্যাটে অভিযান চালিয়ে উদ্ধার করে ২৭টি হিরের গয়না, ১০টি সোনার গয়না, ১১টি সোনার বার, এবং ৬টি সোনার কয়েন। রত্ন ও সোনা মিলিয়ে উদ্ধারকৃত সম্পত্তির বাজারমূল্য প্রায় ১০ কোটি ৯৭ লক্ষ টাকা।
পুলিশের দাবি, পার্ক স্ট্রিট এলাকায় মূলত উচ্চবিত্ত মানুষ বসবাস করেন। নিজেদের গয়না ও দামি রত্ন নিরাপদ রাখতে তাঁরা ব্যাঙ্কের লকার ব্যবহার করেন। কিন্তু লকারের নিরাপত্তা ভেঙে এই ধরনের চুরি হবে, তা কেউ কল্পনা করেননি। তদন্তকারীরা আরও জানাচ্ছেন, ধৃতরা চুরির মাল বিক্রি না করে জমিয়ে রেখেছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, চুরির সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে। চক্রটির অন্যান্য সদস্যদের খোঁজে তদন্ত চলছে। পুলিশ চেষ্টা করছে, চুরির পরিকল্পনা এবং উদ্দেশ্য সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে।
এই ঘটনায় ব্যাঙ্কের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযুক্তদের জেরা করে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা।