ভারতীয় নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রক এবং ভারত ডায়নামিক লিমিটেড (বিডিএল)-এর মধ্যে ২,৯৬০ কোটি টাকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি অনুযায়ী, বিডিএল ৭০টিরও বেশি মাঝারি পাল্লার ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র (এমআর-স্যামস) নির্মাণ করবে।
চুক্তি স্বাক্ষরিত হয়েছে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে। প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ভারতীয় প্রযুক্তির পাশাপাশি ইজরায়েলি প্রযুক্তি ব্যবহার করা হবে।
উল্লেখ্য, এমআর-স্যামস বা ‘নেক্সট-জেনারেশন ব্যারাক-৮’ ব্যবস্থা ইতিমধ্যেই ভারতের নৌসেনা, বায়ুসেনা এবং স্থলসেনায় অন্তর্ভুক্ত হয়েছে। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ৭০ কিলোমিটার দূরত্বে বিমান, হেলিকপ্টার, যুদ্ধজাহাজ বা ড্রোন ধ্বংস করতে সক্ষম। ভারতীয় নৌবাহিনীর আইএনএস বিক্রান্ত, আইএনএস সুরাট-সহ কলকাতা-ক্লাস এবং বিশাখাপত্তনম-ক্লাস ডেস্ট্রোয়ারে এই ব্যবস্থা কার্যকর।
প্রতিরক্ষা মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারত সরকারের লক্ষ্য সমস্ত বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি অন্তর্ভুক্ত করা। ২০২৩ সালে ভারতীয় সেনাবাহিনী প্রথম ‘অভ্র’ এমআর-স্যামস রেজিমেন্ট চালু করে, যা সিকিম এবং শিলিগুড়ি করিডরে মোতায়েন রয়েছে।
এই চুক্তি প্রতিরক্ষা খাতে ভারতীয় প্রযুক্তির প্রসার ঘটাবে এবং আত্মনির্ভরতার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত ও ইজরায়েলের দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার ফলাফল এই উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যা দেশের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও শক্তিশালী করবে।