আন্তর্জাতিক যাত্রীদের জন্য সুখবর! এবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের লম্বা লাইনে দাঁড়ানোর ঝক্কি কমবে। চালু হয়েছে ‘ট্রাস্টেড ট্র্যাভেলার প্রোগ্রাম’, যা যাত্রীদের দ্রুত অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করবে।
ভারতীয় নাগরিক এবং ‘ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া’ (OCI) কার্ডধারীরা এই পরিষেবার জন্য আবেদন করতে পারবেন। একবার নাম নথিভুক্ত হয়ে গেলে পাঁচ বছর পর্যন্ত বা পাসপোর্টের মেয়াদ অবধি (যেটা আগে আসবে) ফাস্ট ট্র্যাক ইমিগ্রেশন সুবিধা পাওয়া যাবে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, নাম নথিভুক্ত করতে বায়োমেট্রিক পদ্ধতির সাহায্য নেওয়া হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে আবেদনকারীর তথ্য যাচাই করা হবে এবং মোবাইল বা ইমেলের মাধ্যমে আবেদন অনুমোদনের খবর জানানো হবে।
ইমিগ্রেশন ঝামেলা এড়িয়ে দ্রুত অভিবাসন পরিষেবা পেতে আগ্রহী যাত্রীরা ভারতের যে কোনো বিমানবন্দর থেকেই বায়োমেট্রিক এনরোলমেন্ট করাতে পারবেন।
পরিষেবাটি আন্তর্জাতিক যাত্রীদের সময় এবং ঝক্কি দুটোই কমাবে। বিস্তারিত জানতে ইচ্ছুক যাত্রীদের এই ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে – india.ftittp-boi@mha.gov.in।
এই উদ্যোগে যাত্রীদের অভিজ্ঞতা আরও মসৃণ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে মনে করছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।