প্যারালিম্পিক স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকার শুক্রবার রাষ্ট্রপতির হাত থেকে অর্জুন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার গ্রহণ করলেন। তাঁর জীবনী থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি ছবির চরিত্রে বড় পর্দায় ধরা দেওয়া অভিনেতা কার্তিক আরিয়ান এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন এবং তাঁকে আন্তরিক অভিনন্দন জানান।
কার্তিক নিজের ইনস্টাগ্রামে ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর একটি বিশেষ দৃশ্য পোস্ট করেন, যেখানে মুরলিকান্তকে পুরস্কার গ্রহণ করতে দেখা যায়। সেই ভিডিয়ো শেয়ার করে কার্তিক লেখেন, “বড় পর্দায় আপনার জীবন ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছিলাম। আজ আপনার এই সাফল্যের সাক্ষী হতে পেরে আমি আপ্লুত। এ যেন ছবির উপযুক্ত সমাপ্তি। তবে জানি, একজন চ্যাম্পিয়নের এই ক্লাইম্যাক্স নয়।”
তাঁর বার্তায় কার্তিক আরও লেখেন, “আপনার এই যাত্রাপথ ছিল স্বপ্নময়। অনুপ্রেরণা দিতে থাকুন স্যার। মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে আপনাকে পাশে থাকার মুহূর্তটি আমার কাছে গর্বের। আপনাকে স্যালুট।”
মুরলিকান্ত পেটকার প্যারালিম্পিকের ইতিহাসে ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী। তাঁর জীবনের গল্পকে রূপালি পর্দায় তুলে এনে কার্তিক আরিয়ান ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছেন। রাষ্ট্রপতি ভবনে ঐতিহাসিক ওই মুহূর্তে উপস্থিত থেকে তিনি এই চ্যাম্পিয়নকে স্যালুট জানানোর পাশাপাশি দেশের সমস্ত অর্জুন পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন জানান।
মুরলিকান্ত পেটকারের এই সম্মান প্রাপ্তি শুধু তাঁর নিজের নয়, গোটা দেশের গর্বের মুহূর্ত।