শিয়ালদহ স্টেশনে ফের ধরা পড়ল রোহিঙ্গা। শনিবার সকালে স্টেশনের প্ল্যাটফর্মে এক যুবক ও দুই নাবালিকাকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশ। জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা রোহিঙ্গা, যারা বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক দুই নাবালিকার নাম নুর ফতিমা ও শাবু পনেহর, যাদের বয়স ১২ বছরেরও কম। যুবকের নাম আবদুল রহমান। তারা মায়ানমারের রাখাইন প্রদেশের বাসিন্দা। মায়ানমারে সেনা অভিযানের ফলে সেখান থেকে পালিয়ে তারা বাংলাদেশে আশ্রয় নেয়। প্রথমে তারা একটি রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করলেও, সেখানে চলতে থাকা অত্যাচার ও কাজের অভাবে ভারত আসার সিদ্ধান্ত নেয়।
ধৃতদের কাছ থেকে পুলিশ জানতে পারে, তারা জম্মু-কাশ্মীরের দিকে রওনা দিচ্ছিল। কীভাবে সীমান্ত পেরিয়ে তারা ভারতে প্রবেশ করল এবং তাদের এখানে পৌঁছানোর পেছনে কোনো পাচারচক্র জড়িত কিনা, তা জানতে জোরদার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, এমন ঘটনা ফের রোহিঙ্গা অনুপ্রবেশ ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলছে। সীমান্তে কড়া নজরদারি সত্ত্বেও কীভাবে তারা ভারতে প্রবেশ করল, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা।
পুলিশ ধৃতদের আইনি প্রক্রিয়া অনুযায়ী হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং পাচারচক্রের কোনো সূত্র পেলে তা ধরার জন্য বিশেষ টিম তৈরি করেছে। এর মাধ্যমে সীমান্তে অনুপ্রবেশ রোধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।