অপেক্ষার অবসান! অবশেষে পুলিশের জালে গ্রেফতার হল বলি অভিনেতা সইফ আলি খানের উপর হামলাকারী ব্যক্তি। মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে রবিবার ভোরে মুম্বই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে বলে খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, মুম্বইয়ের বান্দ্রা এলাকায় সইফ আলি খানের বাড়িতে গত বুধবার গভীর রাতে হঠাতই ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তারপরেই অভিনেতার উপর ধারাল ছুরি নিয়ে হঠাৎই আক্রমণ করে বসেন ওই ব্যক্তি।
ছুরির আঘাতে ভীষণ ভাবে আহত হন সইফ আলি খান।বৃহস্পতিবার ভোরে ছ’টি জখম নিয়ে লীলাবতী হাসপাতালে সইফকে ভর্তি করানো হয়। ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে পুলিশ। শুরু হয় ওই দুষ্কৃতীর খোঁজে চিরুনি তল্লাশি। মুম্বই পুলিশের প্রায় ৩০টি দল এই কাজে নিযুক্ত হয়। অবশেষে মিলল সাফল্য।
মুম্বাই পুলিশের অভিযানে থাকা মুম্বই পুলিশের ডিসিপি পদ মর্যাদার এক আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় ঠাণে এলাকা থেকে পাওয়া যায়। সে ঘুমিয়ে ছিল ঝোপঝাড় আর জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে। পুলিশ আরোও জানিয়েছে, ওই ব্যক্তির কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র সহ একটি তোয়ালে মিলেছে। ওই ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজেকে বিজয় দাস হিসেবে পরিচয় দিলেও, পরেই নিজের নাম মহম্মদ সজ্জাদ বলে দাবি করে সে।
সইফের বাড়ির পিছনের সিঁড়িতে থাকা এক সিসি ক্যামেরা ফুটেজে গত বৃহস্পতিবারই ওই সন্দেহভাজন ব্যক্তির মুখ দেখা গিয়েছিল। তখন পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। এরপর আটক করা হয় এক কাঠ মিস্ত্রিকে। এছাড়াও জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে শনিবার একজনকে আটক করার পর, ছত্তিসগড়ের দুর্গ থেকে আরোও একজনকে আটক করা হয় বলে জানা গিয়েছে।