প্রেসিডেন্ট পদে বসার পর ডোনাল্ড ট্রাম্প খুব শীঘ্রই ভারত সফরে আসতে পারেন বলে জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ট্রাম্প আগামী এপ্রিলেই ভারত সফর করার পরিকল্পনা করছেন। যদি তা সম্ভব না হয়, তবে চলতি বছরের শেষে শীতকালে সফরের সম্ভাবনা রয়েছে।ট্রাম্পের ভারত সফর নিয়ে ইতিমধ্যেই তাঁর ঘনিষ্ঠ পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি, বসন্তকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানানোর সম্ভাবনাও রয়েছে। এ বিষয়ে গত ডিসেম্বরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ওয়াশিংটন সফরকালে প্রাথমিক আলোচনা হয়েছিল। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন জয়শংকর।
এদিকে, চীনের সঙ্গে সম্পর্ক নিয়েও ট্রাম্প সক্রিয়। শপথ অনুষ্ঠানে চীনের উপরাষ্ট্রপতি হান ঝেং উপস্থিত থাকবেন। যদিও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে যোগ দেবেন না বলে জানিয়েছেন। তবে ট্রাম্প ও শি ফোনে ইতিবাচক আলোচনা করেছেন। ট্রাম্প বলেন, “আমরা একসঙ্গে অনেক সমস্যার সমাধান করব এবং বিশ্ব শান্তি বজায় রাখব।”ট্রাম্প ও মোদীর রসায়ন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। ২০২০ সালে টেক্সাসে অনুষ্ঠিত ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে ট্রাম্পের অংশগ্রহণ সেই সম্পর্ককে গভীর করেছে। তখন মোদী ‘আব কি বার ট্রাম্প সরকার’ স্লোগান তুলেছিলেন।
মোদীর প্রতি ট্রাম্পের প্রশংসা সবসময় স্পষ্ট। তিনি বলেছেন, “মোদী একজন মহান নেতা, অসামান্য মানুষ। বাইরে থেকে খুব শান্ত দেখালেও তিনি অভূতপূর্ব শক্তির অধিকারী। তিনি আমার খুব ভালো বন্ধু।”
এই ঘনিষ্ঠ সম্পর্ক ট্রাম্পের ভারত সফরে আরও নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।