দক্ষিণ ২৪ পরগনার কুলতলির মৈপীঠে ফের দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। শনিবার গভীর রাতে গুড়গুড়িয়া গ্রামের একটি বাড়ির উঠোনে দক্ষিণরায় হাজির হলে, চরম আতঙ্কে কাঁপতে থাকে গ্রামবাসীরা। স্থানীয়রা জানান, বাঘটি বেশ কিছুক্ষণ বাড়ির মেঝেতে আঁচড় কাটে এবং গর্জন করে। রাতের অন্ধকারে দরজা দিয়ে উঁকি মেরে ভয়ানক দৃশ্য দেখতে পান গ্রামবাসীরা। এরপর নিজে থেকেই বাঘটি সেখান থেকে সরে যায়।
রবিবার সকালে উঠোনে দক্ষিণরায়ের পায়ের ছাপ ও নখের আঁচড় দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। বন দফতরের কর্মীরা সকালে ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করেন এবং গ্রামবাসীদের সুরক্ষার আশ্বাস দেন।
গ্রামের এক বাসিন্দা জন্মেজয় গিরির পরিবারের সদস্যরা জানান, রাতে বাঘের গর্জনে তাঁদের ঘুম ভেঙে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা বাঘকে দেখে তাঁরা ঘরের ভেতরে সিঁটিয়ে ছিলেন। বাঘটি তাদের বাড়ির বাথরুমের দরজাতেও আঁচড় কাটে বলে দাবি করেন তাঁরা।
স্থানীয় পঞ্চায়েত প্রধান জয়দেব প্রধান জানান, মৈপীঠে গত এক মাসে অন্তত ১৭ বার বাঘের দেখা মিলেছে। সুন্দরবনের সীমানা ঘিরে থাকা ফেন্সিং নেট অকেজো হয়ে যাওয়ার কারণেই বারবার গ্রামে বাঘের আনাগোনা বেড়েছে বলে অভিযোগ উঠেছে।
বন দফতর ও কুইক রেসপন্স টিম এলাকা নজরদারি চালাচ্ছে। অনুমান করা হচ্ছে, বাঘটি গ্রামের পাশের জঙ্গলে লুকিয়ে আছে। যদিও গত সপ্তাহেই মৈপীঠ থেকে একটি বাঘ ধরা পড়েছিল, তবু বারবার বাঘের উপস্থিতি গ্রামবাসীদের ঘুম কেড়ে নিয়েছে।