আরজি কর কাণ্ডে অভিযুক্ত সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিলেন বিচারক অনির্বাণ দাস। সোমবার (২০ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়। আদালত জানায়, এই অপরাধকে বিরলতম হিসেবে গণ্য করা হয়নি, তাই মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই রায়ে হতাশা প্রকাশ করেছেন সাধারণ মানুষ থেকে তারকারা।
বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ এই রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমরা কেউই এই রায়ে খুশি নই। সঞ্জয়ের একার শাস্তিতে প্রশ্ন থেকেই যায়। যাবজ্জীবন দেওয়া হলেও সর্বোচ্চ শাস্তি কেন দেওয়া হলো না, তা নিয়েও প্রশ্ন উঠছে।’’
রুদ্রনীল কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, তদন্তে তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। তিনি আরও দাবি করেন, তৃণমূলের শীর্ষ নেতাদের জড়িত থাকার বিষয়টি সঠিকভাবে আদালতে উপস্থাপন করা হয়নি। সঞ্জয়ের পাশাপাশি যাঁরা এই ঘটনার পেছনে ছিলেন, তাঁদের শাস্তি হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
রুদ্রনীল জানান, “সঞ্জয় রায় একা এই ঘটনা ঘটিয়েছেন, তা বিশ্বাসযোগ্য নয়। পুলিশের পক্ষ থেকে যেসব প্রমাণ সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হয়েছে, তা অসম্পূর্ণ।’’তিনি আশা প্রকাশ করেন, হাইকোর্টে এই মামলার পুনর্মূল্যায়ন হবে এবং সমস্ত তথ্য ও প্রমাণ প্রকাশ্যে আসবে।
রাজ্যের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রুদ্রনীল। তাঁর মতে, “সিবিআই লোয়ার কোর্টে অনেক তথ্য পেশ করেনি, যা হাইকোর্টে তুলে ধরা হবে। অভয়া বা তিলোত্তমার মা-বাবার প্রশ্নও হাইকোর্টে উত্থাপিত হবে।’’
এই রায় নিয়ে বিতর্ক এবং হাইকোর্টে আপিলের আশা, মামলার ভবিষ্যৎকে আরও জটিল করে তুলেছে।