দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের বহু আলোচিত ছবি ‘ইমার্জেন্সি’। একাধিক জটিলতা ও বারবার মুক্তির তারিখ পিছিয়ে যাওয়ার পর ছবিটি সিনেমাহলে মুক্তি পায়। প্রথম দিন থেকেই দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা দেখা যায়। মুক্তির প্রথম দিন আয় করেছিল ২.৫ কোটি টাকা। দ্বিতীয় দিনে সেই আয় বেড়ে দাঁড়ায় ৩.৬ কোটি টাকা। আর তৃতীয় দিন ছবিটির আয় হয় ৪.৩৫ কোটি টাকা। তিন দিনের মধ্যে ছবিটির মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১০.৪৫ কোটি টাকা।
ছবিটি ভারতীয় রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায় তুলে ধরেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা রানাওয়াত। চিত্রনাট্য, পরিচালনা ও প্রযোজনার দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন তিনি। ছবিতে জরুরি অবস্থা এবং অপারেশন ব্লুস্টার-এর সময়কালের ঘটনা চিত্রিত হয়েছে। অন্যান্য ভাষার তুলনায় হিন্দি ভার্সনে ছবিটির জনপ্রিয়তা বেশি।
ছবিটিতে অনুপম খের, শ্রেয়াস তালপাড়ে, মহিমা চৌধুরী, মিলিন্দ সোমান এবং প্রয়াত সতীশ কৌশিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। অনুপম খেরকে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে, শ্রেয়াসকে তরুণ অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে এবং মিলিন্দ সোমানকে ফিল্ড মার্শাল শ্যাম মানেকশের চরিত্রে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় দর্শকরা ছবিটির প্রশংসায় পঞ্চমুখ। কেউ লিখেছেন, “প্রত্যেক নাগরিকের ইমার্জেন্সি দেখা উচিত।” আবার কেউ বলেছেন, “কঙ্গনা প্রমাণ করলেন তিনি সত্যিই কুইন।” ছবিটি বক্স অফিসে ঝোড়ো সাফল্য না পেলেও, বিষয়বস্তুর গুরুত্ব দর্শকদের মন জয় করেছে।