বিগত কিছুদিন ধরে ভারত-বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। বাংলাদেশি অনুপ্রবেশ, লুটপাট এবং সীমান্তে কাঁটাতার নির্মাণ নিয়ে বিএসএফ ও বিজিবির মধ্যে সংঘাতের খবর উঠে আসছে। এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদে গিয়ে শান্তিরক্ষার বার্তা দিয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদের সীমান্ত বিএসএফ দেখুক। দয়া করে কেউ প্ররোচনায় পা দেবেন না। অনেকের লক্ষ্য দাঙ্গা লাগানো। সীমান্তে শান্তি রক্ষা করতে বিএসএফ দায়িত্ব নিক।” তিনি গ্রামবাসীদের আইন নিজের হাতে না নেওয়ার এবং স্থানীয় পুলিশকে মাইকিং করার নির্দেশ দেন।
সম্প্রতি মালদার সুকদেবপুরে অনুপ্রবেশকারীদের আক্রমণ রুখতে বিএসএফ কঠোর পদক্ষেপ নেয়। কাঁদানে গ্যাস প্রয়োগে বেশ কয়েকজন বাংলাদেশি জখম হন। সীমান্ত এলাকায় গ্রামবাসীদের ওপর নিষেধাজ্ঞা জারি করে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে, সীমান্তে কাঁটাতার নির্মাণ নিয়ে বিতর্ক নতুন করে উসকে উঠেছে। ১৯৭৫ সালের আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী, সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ গজের ভেতরে প্রতিরক্ষা কাঠামো নির্মাণ নিষিদ্ধ। তবে ২০১০ সালে বাংলাদেশ ভারতকে ১৫০ গজের মধ্যেও কাঁটাতার নির্মাণে অনুমতি দিয়েছিল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফের ১১৯ নং ব্যাটেলিয়নের টহল চলছে। তবে গ্রামবাসীদের অভিযোগ, সীমান্তের নিরাপত্তা বজায় রাখতে আরও কঠোর পদক্ষেপ প্রয়োজন।
সীমান্ত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক চাপানউতোর চললেও, শান্তি প্রতিষ্ঠার জন্য দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর সমন্বয় অত্যন্ত জরুরি।