মালদার প্রশাসনিক সভা থেকে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারি কাজে স্বচ্ছতা ও মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার বার্তা দেন। তিনি জানান, এবার থেকে বিডিও’দের সপ্তাহে একদিন করে গ্রামে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলতে হবে। সরকারি কর্মচারীদেরও একই নির্দেশ দেন তিনি।
মুখ্যমন্ত্রী বলেন, সরকারি পরিষেবায় গাফিলতি বরদাস্ত করা হবে না। মানুষ যাতে সঠিক পরিষেবা পান, তা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, মুখ্যসচিব মনোজ পন্থের মতো অফিসারদের কাছ থেকে শিখুন। কেমন করে মানুষের কাছে পৌঁছতে হয়।
আগামী দিনে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হওয়ার আগে এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দেন, কেন্দ্রীয় সরকার রাজ্যের ১ লক্ষ ৬৫ হাজার কোটি টাকা দেয়নি, তবুও রাজ্য সরকার কাজ থামায়নি।
মালদার সভায় একাধিক প্রকল্পের পরিষেবা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তিনি সরকারি কর্মচারীদের নির্দেশ দেন, মানুষের প্রতি ভালো ব্যবহার করতে এবং তাঁদের সমস্যার সমাধান দ্রুত করতে। মুখ্যমন্ত্রীর এই বার্তা জনসাধারণের কাছে পৌঁছনোর লক্ষ্যে আরও জোরদার পদক্ষেপের ইঙ্গিত।
সভা শেষে কোচবিহারের উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রধানের বার্তা, মানুষের উন্নয়নে দায়িত্বশীল ও মানবিক হতে হবে। সরকারি কাজের স্বচ্ছতা ও জনসংযোগের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।