অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের দেহ উদ্ধার উত্তরপ্রদেশের কাসগঞ্জ জেলায়। মঙ্গলবার সকালে একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে (এডিএম) মাথা থেঁতলে খুন করা হয়েছে বলে খবর। নিজেরই গেস্ট হাউসে টিনের চালার নিচে তাঁর দেহ পাওয়া যায়। পুলিশ সূত্রে খবর, এডিএমের পরিবার গাজিয়াবাদে থাকে। কাসগঞ্জে একাই থাকতেন তিনি। সকালে চাকর গেস্ট হাউসে পৌঁছালে হত্যার বিষয়টি ধরা পড়ে। পুলিশ তদন্ত করছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কাসগঞ্জ পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত এডিএমের নাম রাজেন্দ্র প্রসাদ কাশ্যপ। তাঁর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি খুন বলেই সন্দেহ করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, গেস্ট হাউসের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কাসগঞ্জ থানার নাগলা কাঞ্চন নগর গ্রামের বাসিন্দা সেবক ধর্মেন্দ্র ভোর ৩টায় এডিএমকে চা খাওয়ানোর পর নিজের গ্রামে যান। সকাল আটটায় আবার গেস্ট হাউসে পৌঁছান। পরিচারক জানান, দরজা ভিতর থেকে বন্ধ ছিল। তিনি রাজেন্দ্র প্রসাদকে ফোন করেন। কিন্তু কল রিসিভ করা করেননি।
উপায় না দেখে, গাজিয়াবাদে তাঁর পরিবারের সদস্যদের মোবাইলের মাধ্যমে এই খবর দেন তিনি। পরিবারের সদস্যদের অনুরোধে ধর্মেন্দ্র দেয়াল থেকে লাফ দিয়ে ভেতরে প্রবেশ করেন। তিনিই দরোজা খুলে দেন। তারপরেই টিনের চালায় রাজেন্দ্র প্রসাদের রক্তে ভেজা দেহ দেখতে পান তিনি। ঘটনাটি পুলিশ ও পরিবারকে জানায় পরিচারক। পুলিশ জানায়, এডিএমের বাড়ি কাসগঞ্জের কোতোয়ালি সদর এলাকার গোড়া গ্রামে। এডিএম নিজে এখানে থাকতেন। স্ত্রী সন্তানদের নিয়ে গাজিয়াবাদে থাকেন। প্রতি ৪ থেকে ৬মাস অন্তর পরিবারের সঙ্গে3 দেখা করতে গাজিয়াবাদ যেতেন তিনি।
এডিএমের দুই ছেলে ও দুই মেয়ে। বড় ছেলে সুমিত আমেরিকায় চাকরি করেন। ছোট ছেলে শিবম গাজিয়াবাদে মা মীনা দেবীর সঙ্গে থাকেন। বড় মেয়ে নিশা তার স্বামীর সাথে আমেরিকায় থাকে। ছোট মেয়ে রিচা বিয়ের পর রামপুরে থাকে। অবসরপ্রাপ্ত এডিএম-এর ভাইপো রাম অবতার পুলিশকে জানিয়েছেন, রাজেন্দ্র প্রসাদ ছয় বছর আগে আজমগড় থেকে এডিএম পদ থেকে অবসর নিয়েছিলেন। এরপর কাসগঞ্জে মীনাক্ষী গেস্ট হাউস তৈরি হয়। ৪ দিন আগেও গেস্ট হাউসে চুরির ঘটনা ঘটেছে। এরপর রাজেন্দ্র প্রসাদ বাড়িতে না থেকে, গেস্ট হাউসে থাকতে শুরু করেন।
কাসগঞ্জের এসপি অঙ্কিতা শর্মা জানিয়েছেন, অবসরপ্রাপ্ত এডিএমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। খুনের সন্দেহ রয়েছে। ভোর ৩টার পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে।
