কলকাতা হাইকোর্টে সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে রাজ্য সরকারের তরফে মামলা দায়ের করা হলেও নির্যাতিতার পরিবারকে তা জানানো হয়নি। বুধবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চে রাজ্য স্বীকার করে যে, পরিবারের কাছে এই বিষয়ে কোনো তথ্য পৌঁছানো হয়নি।
হাইকোর্ট প্রশ্ন তোলে, পরিবারের অনুমতি ছাড়া কি বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব? আদালত রাজ্যের কাছে জানতে চায়, নির্যাতিতার পরিবারকে মামলার বিষয়ে অবগত করতে আজকের মধ্যেই ব্যবস্থা নেওয়া সম্ভব কি না।
এই প্রেক্ষিতে নির্যাতিতার বাবা জানান, রাজ্য সরকারের পদক্ষেপে তাঁদের কোনো আগ্রহ নেই। তিনি অভিযোগ করেন, যেদিন তাঁর মেয়ের মরদেহ উদ্ধার হয়েছিল, সেদিন তথ্যপ্রমাণ নষ্টে রাজ্যের অতি সক্রিয়তা ছিল। এখন ফাঁসির দাবিতে এমন উদ্যোগ তাঁদের কাছে লোকদেখানো বলে মনে হচ্ছে।
এদিকে, সিবিআই রাজ্যের এই মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে। সিবিআইয়ের আইনজীবী এবং ডেপুটি সলিসিটর জেনারেল রাজদীপ মজুমদার জানান, নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করার অধিকার নির্যাতিতার পরিবার, সিবিআই বা সঞ্জয়ের রয়েছে। কিন্তু রাজ্য সরকারের এমন পদক্ষেপ আইনসঙ্গত নয়।
এই ঘটনা নিয়ে রাজনীতি তুঙ্গে। মামলাটি কী মোড় নেয়, তা নিয়ে সবার নজর এখন আদালতের দিকে। তবে নির্যাতিতার পরিবারের স্পষ্ট বার্তা, তারা বিচার চান, রাজ্যের রাজনীতিতে তাঁদের কোনো আগ্রহ নেই।