বিজেপির সাম্প্রতিক সাংগঠনিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতি নতুন বিতর্কের জন্ম দিয়েছে। কলকাতার একটি পাঁচতারা হোটেলে মঙ্গলবার ওই বৈঠক চলাকালীন মেদিনীপুরে চিকিৎসকদের সাসপেনশন তোলার দাবিতে মিছিলে নেতৃত্ব দেন শুভেন্দু। বৈঠক থেকে তাঁর অনুপস্থিতি প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “শুভেন্দু রাজ্যের ব্যস্ততম নেতা। তাঁর অনেক কর্মসূচি থাকে।”
শুভেন্দুর ঘনিষ্ঠ সূত্রের মতে, তিনি বিজেপির বেশ কিছু নেতার কাজের ধরনে সন্তুষ্ট নন। দিল্লির সমর্থন নিয়ে তারা রাজনীতিতে প্রভাব বিস্তার করলেও মাঠের লড়াইয়ে কার্যত অনুপস্থিত। এছাড়া, শুভেন্দু পাঁচতারা হোটেলে বৈঠকের ধারণার বিরোধী। তিনি মনে করেন, এ ধরনের বৈঠক জনমানসে ভুল বার্তা দেয়।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় না ফিরলে শুভেন্দু বড় পদক্ষেপ নিতে পারেন। তাঁর নিজস্ব রাজনৈতিক দল গঠনের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না অনেকেই। শুভেন্দু অধিকারীর সংগঠনের উপর দক্ষতা এবং দক্ষিণবঙ্গের প্রভাবশালী এলাকাগুলিতে তাঁর জনপ্রিয়তা তাঁকে নতুন দিকনির্দেশনা দিতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, শুভেন্দুর নেতৃত্বে বিজেপি ও তৃণমূলের বেশ কিছু প্রভাবশালী নেতা নতুন দল গঠন করতে পারেন। রাঢ়বঙ্গ ও মেদিনীপুরে তাঁর সাংগঠনিক দক্ষতা এই পরিকল্পনাকে বাস্তবায়িত করতে বড় ভূমিকা রাখতে পারে। শুভেন্দুর অনুপস্থিতি ও বিজেপির অভ্যন্তরীণ মতবিরোধ ভবিষ্যতের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।