ব্যারাকপুরের চিড়িয়ামোড়ে মঙ্গলবার বিকেল ৪টে নাগাদ গুলির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, তিনজন দুষ্কৃতী এক যুবককে লক্ষ্য করে গুলি চালায়। ওই যুবকের বয়স প্রায় ৩০ বছর বলে জানা গেছে। গুলি তার বুকের কাছে লেগেছে, যা পাঁজর ভেদ করেছে। তাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনাটি চিড়িয়ামোড়ের একটি পরিত্যক্ত বিল্ডিংয়ের কাছে ঘটেছে। কেন ওই যুবককে গুলি করা হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে টিটাগড় এবং ব্যারাকপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। পদস্থ পুলিশ কর্মকর্তারাও তদন্ত শুরু করেছেন।
এলাকায় আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনায়। পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের পরিচয় ও ঘটনার কারণ জানার চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তিনজন দুষ্কৃতী বাইকে করে এসে হঠাৎ গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কেন ওই যুবককে নিশানা করা হল, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনো কারণে এই হামলা, তা জানতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
এই ঘটনাটি ব্যারাকপুর এলাকায় নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্নচিহ্ন তুলেছে। স্থানীয় বাসিন্দারা পুলিশি টহলদারি আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।