রাজ্যে মা-মাটি-মানুষের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরকারি আধিকারিক ও দলীয় কর্মীদের সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করার নির্দেশ দিয়েছেন। এবার আরও একধাপ এগিয়ে, সরকারি আধিকারিকদের গরিব মানুষের বাড়িতে গিয়ে চা খাওয়ার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
মঙ্গলবার মালদায় একটি সরকারি অনুষ্ঠানে সুবিধাভোগীদের হাতে সরকারি পরিষেবার নথি তুলে দেওয়ার পর মমতা বলেন, সরকারি পরিষেবার স্বচ্ছতা ও গতি বাড়াতে মানুষের কাছাকাছি যাওয়া অত্যন্ত জরুরি। তাই বিডিও, এসডিও, ডিএম, পঞ্চায়েত ও জনপ্রতিনিধিদের প্রতি তাঁর নির্দেশ, সপ্তাহে একদিন এক ঘণ্টা করে গরিব মানুষের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে সময় কাটান। মমতার মতে, “যাঁদের চা খাওয়ানোর সামর্থ্য নেই, তাঁদের জন্য চা, দুধ, চিনি নিয়ে যান। দাওয়ায়, খাটিয়ায় বা যেখানে বসার জায়গা পান, সেখানেই বসুন। তাঁদের সমস্যার কথা শুনুন।”
মুখ্যমন্ত্রী বলেন, “মানুষ বুঝতে চায়, সরকার তাঁদের পাশে রয়েছে। বাড়িতে একজন সরকারি আধিকারিক বা জনপ্রতিনিধি এলে তাঁরা সম্মানিত বোধ করেন। এটি সামান্য একটি উদ্যোগ, যা সাধারণ মানুষের সঙ্গে সরকারের সংযোগ আরও মজবুত করবে।”
মালদা সফরে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের উদাহরণ তুলে ধরে বলেন, “তিনি সকাল থেকে মালদা মেডিক্যাল কলেজসহ একাধিক জায়গা পরিদর্শন করেছেন। তাঁকে দেখে শিখুন। মানুষের সমস্যার কথা সরাসরি জানতে হবে। অফিসে বসে নয়, মাটিতে নেমে কাজ করতে হবে।”
মমতার এই নতুন নির্দেশ প্রশাসনিক কর্মীদের মধ্যে সাড়া ফেলেছে। সাধারণ মানুষের সঙ্গে আরও গভীর সংযোগ স্থাপনের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনীতিবিদ ও প্রশাসনিক মহল।