মূলধারার সিনেমায় হিংস্রতার অতিরঞ্জন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ‘পাতাল লোক’ এবং ‘NH10’-এর পরিচালক সুদীপ শর্মা। সম্প্রতি রণবীর কাপুর অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবি ‘অ্যানিম্যাল’-এর একটি দৃশ্যের প্রসঙ্গে সমালোচনা করতে গিয়ে তিনি জানান, “কোনও কারণ ছাড়াই হিংসাকে বড় করে দেখানো হলে তা সমাজে মানসিক প্রভাব ফেলে।”
সুদীপ শর্মা বলেন, “এক ব্যক্তি একটি হোটেলে বন্দুক নিয়ে ঢুকে ১৫০ জনকে হত্যা করে, অথচ কোথাও পুলিশের কোনও ভূমিকা নেই। কেন এই ধরনের কাজকে মহিমান্বিত করা হবে? কেন এমন চরিত্রকে নায়ক হিসেবে দেখানো হবে?” এই ধরনের চিত্রায়নকে তিনি দায়িত্বজ্ঞানহীন বলে চিহ্নিত করেছেন।
পরিচালক আরও বলেন, তাঁর কাজে হিংসা কখনওই কেন্দ্রীয় বিষয় নয়। তিনি উদাহরণ হিসেবে ‘NH10’-এর প্রসঙ্গ টেনে আনেন, যেখানে দেখানো হয়েছে বিদ্বেষ কীভাবে হিংসার জন্ম দেয় এবং তার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। তিনি জানান, ‘পাতাল লোক’-এও হিংসার উপস্থিতি থাকলেও তা চরিত্রগুলির মানবিক দিক ও কারণসমূহের মাধ্যমে দেখানো হয়েছে।
এই প্রসঙ্গে সুদীপ শর্মা বলেন, “আমার কাজের উদ্দেশ্য কখনও হিংসাকে মহিমান্বিত করা নয়। চরিত্র যদি ভুল পথে চালিত হয়, তবে তার পেছনের কারণও তুলে ধরা উচিত।”
সুদীপ শর্মার এই বক্তব্য মূলধারার চলচ্চিত্রে হিংস্রতার চিত্রায়ন নিয়ে নতুন করে আলোচনা উসকে দিয়েছে। তাঁর মতে, সিনেমা সমাজের ওপর প্রভাব ফেলে এবং তাই নির্মাতাদের আরও দায়িত্বশীল হতে হবে।