মুম্বই শহরে একের পর এক খুনের হুমকি ও হামলার ঘটনা ক্রমেই উদ্বেগ বাড়াচ্ছে। সম্প্রতি, জনপ্রিয় কমেডিয়ান এবং অভিনেতা কপিল শর্মা প্রাণনাশের হুমকি পেয়েছেন। সূত্রের খবর, পাকিস্তান থেকে প্রেরিত একটি ইমেলে তাঁকে এই হুমকি দেওয়া হয়েছে।
কপিল শর্মার বিরুদ্ধে হুমকি ইমেলে উল্লেখ করা হয়েছে, “আমরা আপনার সাম্প্রতিক কার্যকলাপ পর্যবেক্ষণ করছি। এটি কোনও পাবলিসিটি স্টান্ট নয়, বার্তাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন।”
এই ঘটনার পর মুম্বইয়ের আম্বোলি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৫১(৩) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কপিল এবং তাঁর টিমের জন্য অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তদন্তে উঠে এসেছে, ইমেলটি পাকিস্তানের একটি আইপি ঠিকানা থেকে পাঠানো হয়েছে। পাকিস্তান সরকারের কাছে সাহায্যের আবেদন জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
কপিল শর্মা ছাড়াও সম্প্রতি অভিনেতা রাজপাল যাদব, কোরিওগ্রাফার রেমো ডি’সুজা এবং অভিনেত্রী সুগন্ধা মিশ্রও একই ধরনের হুমকির সম্মুখীন হয়েছেন। গত ডিসেম্বর রাজপাল যাদবের স্ত্রীও একই ইমেলের ভিত্তিতে থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
বিষয়টি আরও সংবেদনশীল হয়ে উঠেছে কারণ কপিল শর্মার শো-এর স্পনসর বলিউড সুপারস্টার সলমন খান, যিনি আগেও একাধিকবার প্রাণনাশের হুমকি পেয়েছেন।
বলিউড এবং টেলিভিশন ইন্ডাস্ট্রির এই ঘটনার প্রভাব নিয়ে সংশ্লিষ্ট মহল উদ্বিগ্ন। মুম্বই পুলিশ জানিয়েছে, অপরাধীদের চিহ্নিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে।