হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবায় বড়সড় বদল আসছে। ২৩ জানুয়ারি থেকে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ হওয়ায় দুই সুড়ঙ্গেই মেট্রো চলাচল শুরু হয়েছে। এর ফলে বাড়ানো হয়েছে ট্রেনের সংখ্যা এবং কমানো হয়েছে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান।
রিপোর্ট অনুযায়ী, এতদিন এই রুটে ১১৪টি মেট্রো পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল। এখন থেকে তা বেড়ে হবে ১৩০। সকাল ৯টা থেকে ১১টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত অফিস টাইমে মেট্রো চলবে ১২ মিনিট অন্তর। দিনের বাকি সময়ে ট্রেন চলবে ১৫ মিনিট অন্তর। আগে এই সময়ে মেট্রো চলত ২০ থেকে ২৪ মিনিটের ব্যবধানে।
সোম থেকে শনিবার হাওড়া ময়দান থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টায় এবং শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। একই সময়সূচি থাকবে এসপ্ল্যানেড থেকে।
রবিবার পরিষেবায়ও এসেছে বদল। এতদিন এই রুটে ৪৬টি মেট্রো চলত। এবার থেকে তা বেড়ে হবে ৬২। রবিবার দুপুর ২টা ১৫ মিনিট থেকে শুরু হবে পরিষেবা। মেট্রো চলবে ১৫ মিনিট অন্তর। রাত ৯টা ৪৫ মিনিটে শেষ মেট্রো ছাড়বে দুই স্টেশন থেকে।
এদিকে, ফেব্রুয়ারি মাসে শিয়ালদা-সল্টলেক রুটে সিগনাল আধুনিকীকরণের জন্য ধাপে ধাপে আটদিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। ১৩-১৬ ফেব্রুয়ারি এবং ২২-২৫ ফেব্রুয়ারি এই রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে।