পুরুল্যার আড়শা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েতের যাত্রাটাঁড় ICDS কেন্দ্রটি গত ছয় বছর ধরে তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের দখলে। সরকারি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি এখন তৃণমূলের পার্টি অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। অভিযোগ, নেতার ভয়-ভীতি দেখানোর কারণে এতদিন কেউ প্রতিবাদ করার সাহস পাননি।
২০১৫ সালে পঞ্চায়েত সমিতি ১২ লক্ষ ৬০ হাজার টাকা খরচ করে এই কেন্দ্র তৈরি করে। কিন্তু ২০১৭ সাল থেকে রঞ্জিত গড়াই এটি দখল করে রেখেছেন। অভিযোগ, তার সামনে তৃণমূলের পতাকাও উড়ছে।
এই কেন্দ্রের রান্নার কাজ কয়েকশো মিটার দূরে একটি প্রাথমিক স্কুলের পরিত্যক্ত ঘরে চলছে। অঙ্গনওয়াড়ি রাঁধুনির বক্তব্য, “আমাকে ICDS কেন্দ্রে ঢুকতে দেওয়া হয় না। এখানেই রান্নার কাজ চালাই। আমার আরও একটি জায়গায় রান্নার দায়িত্ব রয়েছে। সেখান থেকে কাজ সেরে এখানে আসি।”
অভিযুক্ত রঞ্জিত গড়াই জানিয়েছেন, “ICDS কেন্দ্র তৈরির ঠিকাদার ৪ লক্ষ ৭৩ হাজার টাকা বাকি রেখেছিলেন। আমি সেই টাকা মিটিয়েছি। আমার টাকা ফেরত দিলেই ঘরের চাবি দিয়ে দেব।”
পুরুল্যা জেলা পরিষদের সভাপতি নিবেদিতা মাহাতো বলেছেন, “আমি বিষয়টি জানি না। কেউ ICDS কেন্দ্র দখল করে থাকলে সেটি বেআইনি কাজ। তদন্ত করা হবে।”
স্থানীয় বাসিন্দারা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক করার দাবি উঠছে।