নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মবার্ষিকীতে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলে একাধিক ইস্যুতে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার কালচিনির সুভাষিনী চা-বাগানে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি বলেন, “নেতাজি চক্রান্তের শিকার। কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল, তা আজও অজানা। আমরা তাঁর জন্মদিন জানি, কিন্তু মৃত্যুদিন জানি না। এই অন্ধকার অধ্যায় মেনে নেওয়া যায় না।”
রাজ্যের তরফে ইতিমধ্যেই অন্তর্ধান সংক্রান্ত ৬৪টি ফাইল প্রকাশ করা হয়েছে। অথচ কেন্দ্র অধিকাংশ ফাইল প্রকাশ্যে আনতে অস্বীকার করছে। মমতার অভিযোগ, “ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার বলেছিলেন, নেতাজি-সম্পর্কিত সব ফাইল প্রকাশ্যে আনা হবে। কিন্তু জাতীয় নিরাপত্তা এবং বিদেশ নীতির অজুহাত দেখিয়ে তা আজও গোপন রাখা হয়েছে।”
এদিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেন, “নেতাজি শিখিয়েছিলেন সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে একত্রে নিয়ে চলার কথা। কিন্তু সেই মহান মানুষটি কীভাবে চক্রান্তের শিকার হয়ে হারিয়ে গেলেন, তা জানতে না পারা দুঃখজনক।”
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী স্থানীয় জনতার সমস্যার কথাও শোনেন। তিনি জানান, “ফালাকাটা সুপার স্পেশালিটি হাসপাতালে ৫০টি শয্যা বৃদ্ধি করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে ইতিমধ্যেই ১২ লক্ষ মানুষকে সাহায্য করা হয়েছে, পরবর্তী ধাপে আরও ১৬ লক্ষ মানুষ এই সুবিধা পাবেন।”
মঞ্চে কেন্দ্রকে তোপ দেগে মমতা বলেন, “আমাদের কেন্দ্র টাকা দিচ্ছে না। তবুও সম্মানের সঙ্গে আপস না করে রাজ্যবাসীর জন্য কাজ করে চলেছি।” মুখ্যমন্ত্রীর বক্তব্যে জনসাধারণের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।