আরজি কর মেডিক্যাল কলেজের তরুণী চিকিৎসকের রহস্যময় মৃত্যুর ঘটনায় উঠে এলো একাধিক চাঞ্চল্যকর তথ্য। গোলাম আজম নামে এক হাউজ স্টাফের বয়ান অনুসারে, মৃত্যুর দুই রাত আগেই ওই তরুণীর বিশ্রামের সময়ে এক মত্ত বহিরাগত সেমিনার রুমে ঢুকে পড়ে। অভিযোগ জানানো হলেও কোনও তদন্ত হয়নি বলে দাবি।
৯ অগস্ট হাসপাতালের ইমারজেন্সি ভবনের চতুর্থ তলার সেমিনার রুম থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় তরুণীর মৃতদেহ। জানা গেছে, ঘটনার আগের রাতে সেমিনার রুমে তরুণী চিকিৎসক, পিজিটি অর্ক সেন এবং আরও দুই সহকর্মী মিলে রাত ১টা পর্যন্ত গল্প করেছেন। এরপর অর্ক এবং গোলামের বয়ানে উঠে আসে কিছু অসামঞ্জস্য।
অর্কের দাবি, রাত ২টার পর তিনি সেমিনার রুমে গিয়ে দেখেন, তরুণী মাথা পর্যন্ত লাল কম্বল জড়িয়ে শুয়ে আছেন। কিন্তু অগস্টের গরমে কম্বল ব্যবহারের বিষয়টি সন্দেহজনক।
গোলামের মতে, রাত ৩টা ৩০ মিনিটে হোস্টেলে ফেরার আগে তিনি সেমিনার রুমে তরুণীকে শুয়ে থাকতে দেখেছিলেন। তবে অর্কের বক্তব্য অনুযায়ী, তিনি সকাল ৯টায় ডিউটিতে না আসায় তরুণীকে ফোন করেন এবং ফোন না তোলায় রুমে গিয়ে মৃতদেহ আবিষ্কার করেন।
মত্ত বহিরাগত, সেমিনার রুমের বেঞ্চে শুয়ে থাকা রহস্যময় ব্যক্তি এবং রাতের ঘটনাপ্রবাহ নিয়ে তদন্তকারীদের সামনে বেশ কয়েকটি প্রশ্ন উঠেছে। তরুণীর মৃত্যুর কারণ এবং ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে তদন্ত জারি রয়েছে।