রঞ্জি ট্রফিতে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে প্রথম ইনিংসে তেমন ভালো কিছু করতে পারেননি রোহিত শর্মা ও যশস্বী জসওয়াল। দু’জনেই শূন্য হাতে মাঠ ছাড়তে বাধ্য হন। তবে দ্বিতীয় ইনিংসে সেই ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তারা। জম্মু-কাশ্মীরের বোলারদের দাপটে চাপে পড়ে মুম্বই।
দ্বিতীয় ইনিংসের শুরুতেই হিটম্যান রোহিত শর্মা কিছুটা আগ্রাসী মেজাজে ব্যাট করতে নামেন। চতুর্থ ওভারে উমর নাজিরের বলে জীবনদান পেলেও সুযোগ কাজে লাগাতে পারেননি। ওই ওভারেই একটি ছক্কা ও দুটি চার মেরে ঝড় তুলতে শুরু করেন রোহিত। এরপর আকিব নবির বলে আরও একটি ছক্কা এবং দশম ওভারে যুধবীর সিংয়ের বলেও একটি ছক্কা হাঁকান। জম্মু-কাশ্মীরের তিন প্রধান বোলার উমর নাজির, আকিব নবি এবং যুধবীর সিংয়ের বলেই বড় শট খেলেন রোহিত। তবে ১৩.৪ ওভারে যুধবীর সিংয়ের বলে আবিদ মুস্তাকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। ২৮ রানের ইনিংসে রোহিত মারেন ২টি চার ও ৩টি ছক্কা।
রোহিতের মতো যশস্বী জসওয়ালও দ্বিতীয় ইনিংসে সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হন। তিনি ৫১ বলে ২৬ রান করেন। ৪টি চার মেরে যশস্বী যুধবীর সিংয়ের দ্বিতীয় শিকার হন। বল হাতে দারুণ ফর্মে থাকা যুধবীরের বলেই হাসানের হাতে ধরা পড়েন যশস্বী।
তিন নম্বরে নামা হার্দিক তামোরে মাত্র ১ রান করে উমর নাজিরের বলে বোল্ড হন। ফলে দ্বিতীয় ইনিংসে মুম্বই ৫৭ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে বসে। রোহিত ও যশস্বীর ব্যর্থতায় ব্যাটিং লাইনআপে বড় চাপে পড়েছে মুম্বই।