অশালীন আচরণের জন্য তৃণমূল বিধায়ক এবং উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীকে শো-কজ নোটিশ ধরিয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার নবান্নে দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান শোভনদেব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে তাকে এই নোটিশ দেওয়া হয়। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত নারায়ণ গোস্বামী তার জেলা পরিষদের সভাধিপতির পদটি হারাতে পারেন। শো-কজ নোটিশের জবাবে তিনি কী বলেন, তা এখন দেখার বিষয়।
ঘটনার সূত্রপাত চলতি সপ্তাহে অশোকনগর উৎসবে। সেখানে গায়িকা মোনালি ঠাকুরের অনুষ্ঠানের আগে মঞ্চে উঠে নারায়ণ গোস্বামী মত্ত অবস্থায় অশালীন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ। তার কথার লক্ষ্যবস্তু ছিলেন অল্পবয়সী মেয়েরাও। তাদের উদ্দেশ্যে চটুল অঙ্গভঙ্গি এবং মন্তব্য করতে দেখা যায় তাকে। এই ঘটনাটি উপস্থিত দর্শকদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে তৃণমূল নেতৃত্ব। দলের ভাবমূর্তি রক্ষা করতে দ্রুত পদক্ষেপ করে তৃণমূল। শৃঙ্খলাভঙ্গের দায়ে নারায়ণ গোস্বামীকে ডেকে শো-কজ চিঠি ধরানো হয়।
তৃণমূল কংগ্রেসের একটি সূত্র জানিয়েছে, নারায়ণের এই আচরণ দলের নীতির সঙ্গে সম্পূর্ণ বিরোধী। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে নারায়ণ গোস্বামী এখনও এই অভিযোগ নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। শো-কজ নোটিশের উত্তরে তিনি কী ব্যাখ্যা দেন, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জল্পনা চলছে।