কলকাতার বিভিন্ন এলাকা বিশেষ করে ট্যাংরা, তপসিয়া, বাঘাযতীন এবং এখন টালিগঞ্জের বাসিন্দারা হেলে পড়া বাড়ি এবং ইঁদুরের উপদ্রব নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন। সম্প্রতি, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এক ব্যক্তি অভিযোগ করেন, টালিগঞ্জের চারুচন্দ্র অ্যাভিনিউয়ের কাছে একটি পরিত্যক্ত দোতলা বাড়িতে ইঁদুরের দল ব্যাপক আক্রমণ চালাচ্ছে। ওই বাড়িটির নিচের অংশ ইঁদুর খুঁড়ে এমন অবস্থায় পৌঁছেছে যে, এটি যেকোনো সময় বড় বিপদের কারণ হতে পারে, এমন আশঙ্কা প্রকাশ করেন তিনি।
মেয়র ফিরহাদ হাকিম অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎপর হন এবং পুরসভার জঞ্জাল অপসারণ বিভাগকে ওই বাড়িটি পরিষ্কার করার নির্দেশ দেন। এ ছাড়া, ইঁদুরের উপদ্রব মোকাবিলায় কাচের গুঁড়ো ছড়ানোর ব্যবস্থা করারও নির্দেশ দেন। এরই মধ্যে শহরের অন্যান্য এলাকাতেও ইঁদুরের উপদ্রব নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। মশা-মাছির উপদ্রবেরও বেশ কিছু অভিযোগ ওঠে, যার মধ্যে ৬১ নম্বর ওয়ার্ডের শীলা দে একাধিক সমস্যার কথা জানান, যেমন জমা জল এবং দুর্গন্ধ।
মেয়র ফিরহাদ হাকিম ইঁদুরের সমস্যার ব্যাপারে সচেতন এবং এর বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে পুরসভাকে নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যেই, ৮২ নম্বর ওয়ার্ডের ক্রিস্টিনপাড়া এবং রডন স্ট্রিটের পরিস্থিতি নিয়েও আলোকপাত করা হয়েছে, যেখানে রাস্তায় ধসের পেছনে ইঁদুরের কার্যক্রম সন্দেহভাজন হিসেবে চিহ্নিত হয়েছে।
কলকাতা পুরসভা এখন ইঁদুর দমন ও সাফসুতরো পরিস্থিতি বজায় রাখতে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে, যাতে শহরবাসীরা নিরাপদে থাকতে পারেন।