তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্যে ফের উত্তাল রাজ্য রাজনীতি। দলের মন্ত্রীদের জীবনযাপন ও আচরণ নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। সংবাদমাধ্যমে প্রকাশ্যে তাঁর এই বক্তব্যে দলের অস্বস্তি বেড়েছে।
কল্যাণবাবু স্পষ্টই বলেছেন, ‘‘দিদি আছে বলে দলে আছি। কিন্তু কিছু মন্ত্রীর আচরণ সহ্য করা কঠিন। তাঁদের দেখলে দলে থাকতে ইচ্ছে করে না।’’ যদিও সেই মন্ত্রীরা কারা, তা স্পষ্ট করেননি তিনি। তবে দলের বিপদের সময় তাঁদের অনুপস্থিতির অভিযোগ তুলেছেন।
কল্যাণবাবু জানান, ‘‘আরজি কর আন্দোলনের সময় যখন দল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমালোচনা হচ্ছিল, তখন আমরা কয়েকজনই গালাগালি সহ্য করেছি। বাকিরা চুপ ছিল। এই ধরনের নেতারা দলের বিপদে পাশে থাকে না।’’ তাঁর বক্তব্য, দলের কঠিন সময়ে কিছু মন্ত্রী ও নেতার নিষ্ক্রিয়তা মেনে নেওয়া কঠিন।
দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, কেন এমন মন্তব্য করলেন কল্যাণবাবু? একসময় বিধায়ক কাঞ্চন মল্লিককে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার ঘটনায়ও বিতর্ক হয়েছিল। এবার তাঁর আক্রমণ আরও সরাসরি। ২০২৪ সালের এক বিতর্কিত পরিস্থিতির সময় তিনি চ্যালেঞ্জ করেছিলেন, ‘‘যাঁরা মমতার প্রতি আস্থা হারিয়েছেন, তাঁরা দল ছাড়ুন। মমতার ছবি বাদ দিয়ে ভোটে দাঁড়ান, তারপর দেখব।’’
তৃণমূল কংগ্রেসে কল্যাণবাবুর এই বিস্ফোরক মন্তব্যে জলঘোলা শুরু হয়েছে। দল কীভাবে এই পরিস্থিতি সামাল দেবে, এখন সেটাই দেখার বিষয়।