রানিনগরে শ্বশুরকে বাবা দেখিয়ে ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরি করার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল পুলিশ। ধৃত মেহের শেখ (৩৫) সীতানগরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, মেহের সাত বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। এরপর মুর্শিদাবাদে বসবাস শুরু করে এবং ভারতীয় পরিচয়পত্র জাল করে। স্থানীয় এক যুবতীকে বিয়ে করার পর শ্বশুরকে বাবা বলে দেখিয়ে পাসপোর্ট তৈরি করে। সম্প্রতি ভবানীপুর থানায় ভুয়ো পাসপোর্ট সংক্রান্ত একটি মামলার তদন্তে মেহেরের নাম উঠে আসে।
শুক্রবার তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার ধৃতকে আদালতে পেশ করে পুলিশ। তদন্তকারীদের দাবি, মেহেরের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে। গোয়েন্দারা এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন।
পুলিশ জানিয়েছে, এটি ভুয়ো নথি দিয়ে পাসপোর্ট তৈরির দ্বিতীয় ঘটনা। এর আগে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম থেকে একই অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
গোটা ঘটনার পরিধি সম্পর্কে জানতে এবং চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করতে তৎপর পুলিশ। মেহেরের দাখিল করা নথিগুলির সত্যতা যাচাই করা হচ্ছে।
ভুয়ো নথি তৈরির এই চক্র নিয়ে রাজ্যজুড়ে প্রশ্ন উঠেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলি কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।