চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশে কী বদল হবে তা নিয়ে ক্রিকেট মহলে শুরু হয়েছে জল্পনা। ইডেনের প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর উইনিং কম্বিনেশন ধরে রাখার প্রবণতা থাকলেও, চিপকের স্পিন সহায়ক পিচ ও পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী সূক্ষ্ম রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ভারতের ব্যাটিং লাইনআপে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন ওপেনিংয়ে নামবেন। তিনে সূর্যকুমার যাদব ও চারে তিলক বর্মার অবস্থান ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বদল হতে পারে। মিডল অর্ডারে হার্দিক পান্ডিয়া ও রিঙ্কু সিং নিজেদের জায়গা পাকা করেছেন।
তবে বোলিং লাইনআপে পরিবর্তনের সম্ভাবনা উজ্জ্বল। চেন্নাইয়ের পিচ স্পিনারদের সাহায্য করলে অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইয়ের স্পিন ত্রিফলা অটুট থাকবে। কিন্তু যদি শিশির সমস্যার জন্য পিচ স্পিনারদের অনুকূলে না থাকে, তাহলে বিষ্ণোইয়ের জায়গায় মহম্মদ শামি সুযোগ পেতে পারেন।
শামিকে সুযোগ দেওয়ার আরেকটি বিকল্প হল অল-রাউন্ডার নীতীশ রেড্ডির জায়গায় তাঁকে দলে অন্তর্ভুক্ত করা। অন্যদিকে, স্পিন বিকল্প কমাতে না চাইলে নীতীশের জায়গায় ওয়াশিংটন সুন্দরকেও খেলানো হতে পারে।
তবে টিম ম্যানেজমেন্ট শামিকে আরও এক ম্যাচ রিজার্ভ বেঞ্চে রাখতে চাইলে প্রথম একাদশ অপরিবর্তিত থাকতে পারে। দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারত কী সিদ্ধান্ত নেয়, তা দেখতে মুখিয়ে রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
