প্রজাতন্ত্র দিবসের ঠিক আগেই মুক্তি পাওয়া অক্ষয় কুমার অভিনীত ‘স্কাই ফোর্স’ দর্শকদের মন জয় করে নিয়েছে। বিপরীতে, কঙ্গনা রানাওয়াতের বহু প্রতীক্ষিত ছবি ‘ইমারজেন্সি’ বক্স অফিসে তেমন প্রভাব ফেলতে পারেনি। ২৫ জানুয়ারির বক্স অফিস রিপোর্টে এই দুই ছবির আয়ের বড় ফারাক স্পষ্ট হয়েছে।
স্কাই ফোর্স প্রথম দিনেই ১২.২৫ কোটি টাকার ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়িয়েছে ১৯.৩৪ কোটি টাকায়। ফলে দুই দিনে এই ছবি মোট ৩১.৫৯ কোটি টাকার ব্যবসা করেছে। প্রথম সপ্তাহান্তে ছবি আরও বড় অঙ্কের আয় করবে বলে আশা করা হচ্ছে। অভিষেক অনিল কাপুর ও সন্দীপ কেওলানির পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও অভিনয় করেছেন সারা আলি খান, বীর পাহাড়িয়া এবং নিমরত কৌর।
অন্যদিকে, কঙ্গনা রানাওয়াত পরিচালিত ‘ইমারজেন্সি’ বক্স অফিসে চরমভাবে ব্যর্থ। শুক্রবার ৪০ লাখ টাকার ব্যবসা করার পর শনিবার ছবিটি মাত্র ৮৫ লাখ টাকার আয় করেছে। মুক্তির পর থেকে মোট আয় মাত্র ১৫.৫৫ কোটি টাকায় এসে দাঁড়িয়েছে। কঙ্গনার মনিকর্ণিকা ফিল্মস প্রযোজিত এই ছবিটি ১৯৭৫ সালের জরুরি অবস্থার ওপর ভিত্তি করে তৈরি। ছবিতে কঙ্গনা ছাড়াও অনুপম খের, মিলিন্দ সোমান, শ্রেয়স তালপাড়ে প্রমুখ মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন।
দর্শকদের কাছ থেকে প্রশংসা আদায় করলেও ‘ইমারজেন্সি’ বক্স অফিসে প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে। উল্টোদিকে, ‘স্কাই ফোর্স’-এর আয় ক্রমশ বাড়ছে। এবার দেখার বিষয়, সপ্তাহান্তে এই দুই ছবির মধ্যে কতটা ফারাক তৈরি হয়।