দিল্লিতে আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ী হলে বৌদ্ধ স্থানগুলিতে বিনামূল্যে তীর্থযাত্রা ঘোষণা। এবার দিল্লির বিধানসভা নির্বাচনের পূর্বে এমনই ঘোষণা করে বসল কংগ্রেস। উত্তর-পশ্চিম দিল্লির প্রাক্তন কংগ্রেস সাংসদ উদিত রাজ এই প্রসঙ্গে জানিয়েছেন, এখন দিল্লিতে বৌদ্ধ স্থানগুলিতে তীর্থযাত্রার কোনও পরিকল্পনা নেই। তিনি ঘোষণা করেন, জাতীয় রাজধানীতে কংগ্রেস সরকার গঠিত হলে বৌদ্ধ স্থানগুলিতে বিনামূল্যে তীর্থযাত্রা শুরু করা হবে।
উদিত রাজ এদিন আরোও বলেন, দিল্লি সরকার নিজের খরচে প্রবীণ নাগরিকদের জন্য তিরুপতি, অযোধ্যা, বৈষ্ণো দেবী, বালাজিতে তীর্থযাত্রার ব্যবস্থা করে। তিনি প্রশ্ন তোলেন, কেন এমন পরিস্থিতিতে সারনাথ, বোধগয়া, লুম্বিনী, দীক্ষাভূমি, মহুর মতো বৌদ্ধ স্থানগুলিতে বিনামূল্যে তীর্থযাত্রার কোনও পরিকল্পনা নেই। যদি কংগ্রেস দিল্লিতে ক্ষমতায় আসে, তাঁরা বৈষম্য করবেন না এবং বৌদ্ধ স্থানগুলিতেও বিনামূল্যে তীর্থযাত্রার ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন।
দেশের বিভিন্ন তীর্থস্থানে প্রবীণ নাগরিকদের বিনামূল্যে তীর্থযাত্রার সুবিধা প্রদানের জন্য ২০১৯ সালে ‘মুখ্যমন্ত্রী তীর্থযাত্রা যোজনা’ চালু করেছিল দিল্লির আম আদমি পার্টি সরকার। এই প্রকল্পের অধীনে, অযোধ্যা, দ্বারকাধীশ, পুরী, বারাণসী, মা বৈষ্ণো দেবী ধাম, আজমির শরীফ, রামেশ্বরম, শিরডি, তিরুপতি বালাজি এবং অমৃতসর সহ 15টি ধর্মীয় স্থানে বিনামূল্যে তীর্থযাত্রা পরিচালিত হয়।
উদিত রাজ বলেছেন, এর আগে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের বাসভবনের বাইরে প্রতিবাদ করেছিল কংগ্রেস, এবং জিজ্ঞাসা করেছিল কেন তিনি বৌদ্ধ ভিক্ষু এবং রবিদাস ও বাল্মীকি মন্দিরের পুরোহিতদের জন্য ১৮,০০০ টাকা সম্মানক ভাতা ঘোষণা করেননি।
কেজরিওয়াল ৩০ ডিসেম্বর ঘোষণা করেছিলেন যে আপ দিল্লিতে ক্ষমতা ধরে রাখলে, পার্টি ‘পূজারি গ্রন্থি সম্মান যোজনা’-এর অধীনে মন্দিরের পুরোহিত এবং গুরুদ্বার গ্রন্থিদের ১৮,০০০ টাকা মাসিক সম্মানক দেবে। প্রসঙ্গত আগামী ৫ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে ৭০-সদস্যের দিল্লি বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ৮ই ফেব্রুয়ারি। এখন সেদিকেই তাকিয়ে দেশবাসী।