চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে তিলক বর্মার দুর্দান্ত ইনিংসে ভর করে ভারত শেষ ওভারে নাটকীয় জয় তুলে নেয়। তবে হারের পরেও ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দলের ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতার প্রশংসা করেছেন। ম্যাচ শেষে তিনি তিলক বর্মার কৃতিত্ব স্বীকার করে নেন এবং তার অসাধারণ ইনিংসের জন্য প্রশংসা করেন।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৫ রান তুলেছিল। দুই ওপেনার ফিল সল্ট (৪) ও বেন ডাকেট (৩) ব্যর্থ হলেও অধিনায়ক বাটলার (৩০ বলে ৪৫) এবং ব্রাইডন কার্স (১৭ বলে ৩১) ইনিংস কিছুটা মজবুত করেন। ডেবিউ ম্যাচে জেমি স্মিথ ১২ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল হাতেও ব্রাইডন কার্স অনবদ্য পারফর্ম করেন, ৪ ওভারে ২৯ রানে ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
তিলক বর্মা একার কাঁধে ভারতের ইনিংস টেনে নিয়ে যান। তাঁর ৫৫ বলে অপরাজিত ৭২ রানের ইনিংস দলকে জয়ের বন্দরে পৌঁছে দেয়। ভারতের জয় নিশ্চিত হলেও ইংল্যান্ড বোলারদের প্রচেষ্টা প্রশংসার দাবি রাখে।
ম্যাচ শেষে বাটলার বলেন, “দারুণ একটা ম্যাচ ছিল। তিলকের ইনিংস সত্যিই অসাধারণ। আমাদের দল যথেষ্ট সুযোগ তৈরি করেছিল। ব্যাটারদের আগ্রাসন আমাকে মুগ্ধ করেছে। যদিও উইকেট হারিয়েছি, তবুও আমরা লড়াই জারি রেখেছিলাম এবং প্রায় ডিফেন্ড করার মতো রান তুলেছিলাম।”
তিনি বিশেষভাবে জেমি স্মিথ এবং ব্রাইডন কার্সের প্রশংসা করেন। জেমির এটি ছিল প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচ, যেখানে তিনি উল্লেখযোগ্য অবদান রাখেন। ব্রাইডন কার্স ব্যাট ও বল হাতে দুর্দান্ত খেললেও দল হারায় তিনি ট্র্যাজিক হিরো হয়ে রইলেন।