দুবাইতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে একটি ওয়ার্ম আপ ম্যাচ খেলবে রোহিত শর্মার ভারতীয় দল। আইসিসি আয়োজিত এই টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি, যেখানে ভারত তাদের প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে। দুবাইয়ের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে ভারতীয় দল কয়েকটি প্রস্তুতি ম্যাচ চেয়েছিল, তবে আপাতত একটি ম্যাচ চূড়ান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও এ বিষয়ে আইসিসি এখনও কোনো সরকারি ঘোষণা দেয়নি।
রিপোর্ট অনুযায়ী, ভারতীয় দলের ওয়ার্ম আপ ম্যাচে প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশ। তবে সূচি অনুযায়ী সমস্যার সৃষ্টি হলে সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষেও ম্যাচ খেলতে পারে টিম ইন্ডিয়া। বাংলাদেশের মতো সংযুক্ত আরব আমিরশাহী চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করছে না।
আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, “ভারতীয় দল চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতেই খেলবে। ফলে এখানকার পরিবেশে নিজেদের মানিয়ে নিতে তারা ওয়ার্ম আপ ম্যাচ খেলতে চাইছে। এ বিষয়ে আলোচনা চলছে।”
ভারতীয় দল ইতোমধ্যেই ঘরের মাঠে প্রস্তুতির অংশ হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজ খেলছে। এর পরেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে রোহিত শর্মার দল। ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সিরিজে ১৪ দিনের মধ্যে চারটি ম্যাচ খেলে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরে নিতে চাইছে ভারত। তবে দলের মূল পেসার যশপ্রিত বুমরাহর খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ও বাংলাদেশ একই গ্রুপে থাকায় ওয়ার্ম আপ ম্যাচেও দুই দলের মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রবল। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের পরীক্ষা করার লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে আগ্রহী রোহিত শর্মার দল।