১০টা, ২০টা নয়—গোটা ১৮০টা! বলিউডে সবচেয়ে বেশি ফ্লপ ছবির মালিক তিনি। পরপর ৩৩টা ছবি মুখ থুবড়ে পড়ার রেকর্ডও রয়েছে তাঁর নামে। তবু তিনি ‘সুপারস্টার’! নামটা শুনলে চোখ কপালে উঠবে—তিনি মিঠুন চক্রবর্তী!
৭০-এর দশকে ‘মৃগয়া’ দিয়ে শুরু, তারপর ‘ডিস্কো ডান্সার’-এর সাফল্যে বলিউডে রাজত্ব। ৮০-৯০ দশকে মিঠুনের জাদু ছিল তুঙ্গে। বছরে এক ডজনেরও বেশি ছবি করেছেন, গোটাদিনে ২৭০টা! এর মধ্যে ১৮০টা ছবি ডাহা ফ্লপ! তাও কি থেমেছেন তিনি? না! বরং আরও ৫০টিরও বেশি সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের।
১৯৯৩ থেকে ১৯৯৮—এই পাঁচ বছরে একটানা ৩৩টা ফ্লপ! বলিউডে এমন নজির আর কারও নেই। তবুও স্টারডম অটুট। কারণ, শুধু ছবি নয়, মিঠুন ছিলেন সাধারণ মানুষের হিরো। তাঁর ‘ডিস্কো ডান্সার’, ‘প্যায়ার ঝুকতা নেহি’, ‘অভিচার’-এর মতো ছবির জনপ্রিয়তা আজও অক্ষুণ্ণ।
বলিউড ইতিহাসে সবচেয়ে বেশি ফ্লপ ছবির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন জীতেন্দ্র, যাঁর ১০১টা ছবি ব্যর্থ হয়েছিল। তবে ফ্লপের পাহাড়েও মিঠুন চক্রবর্তী ‘সুপারস্টার’! স্টারডম মাপা যায় শুধু হিট দিয়ে নয়, ভালোবাসাতেও। আর মিঠুনের সেই ভালোবাসার ভাণ্ডার অটুট!