পক প্রণালীতে ফের শ্রীলঙ্কার নৌসেনার হামলার শিকার হলেন ভারতীয় মৎস্যজীবীরা। জলসীমা লঙ্ঘনের অভিযোগ তুলে শ্রীলঙ্কার সেনাবাহিনী নির্বিচারে গুলি চালায় ভারতীয় নৌকাগুলোর ওপর। ঘটনায় গুরুতর আহত হয়েছেন পাঁচ জন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের সঙ্গে মোট ১৩ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে শ্রীলঙ্কা।
ভারতের বিদেশ মন্ত্রক সূত্রের খবর, আহত মৎস্যজীবীদের শ্রীলঙ্কার জাফনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে ভারতীয় কনসুলেট তাঁদের চিকিৎসার তত্ত্বাবধান করছে। মঙ্গলবার ভোরে ডেল্ফট দ্বীপের কাছে এই হামলা চালানো হয়, যা আবারও নয়াদিল্লি-কলম্বো কূটনৈতিক সম্পর্কে উত্তেজনা সৃষ্টি করেছে। ঘটনার পরপরই ভারতে নিযুক্ত শ্রীলঙ্কার হাই কমিশনারকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত সরকার।
এটি প্রথম ঘটনা নয়। গত বছরও কচ্চতিভু দ্বীপের কাছে ভারতীয় মৎস্যজীবীদের লক্ষ্য করে শ্রীলঙ্কার নৌসেনা গুলি চালিয়েছিল, যেখানে দু’জন নিহত হন। ভারতীয় জেলেরা বহুদিন ধরেই শ্রীলঙ্কার নৌসেনার এমন আক্রমণের শিকার হচ্ছেন, যা দুই দেশের মধ্যে এক দীর্ঘদিনের বিতর্কিত বিষয়।
শ্রীলঙ্কায় সম্প্রতি রাজনৈতিক পরিবর্তনের পর ভারতবিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন অনুরাকুমার দিশানায়েক, যিনি বামপন্থী এনপিপি দলের নেতা এবং ‘ভারতবিরোধী’ ও ‘চিনপন্থী’ রাজনীতির জন্য পরিচিত। দেশটির আর্থিক সংকটের মধ্যে ভারতবিরোধী উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ভারত সরকারের তরফে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে ভারতীয় মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।