কেন্দ্রের মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধির ঘোষণার পর পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্যও ডিএ বৃদ্ধির জল্পনা শুরু হয়েছে। বাজেট অধিবেশনের আগে অর্থ দফতর এই বিষয়ে হিসাব কষছে। সূত্রের খবর, রাজ্য সরকারি কর্মীদের ৪ থেকে ৬ শতাংশ ডিএ বৃদ্ধির পরিকল্পনা চলছে, যা বাজেট ঘোষণার মাধ্যমে বাস্তবায়িত হতে পারে।
সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ তাদের সমস্ত বকেয়া ডিএ মেটানোর দাবি জানিয়েছে। সংগঠনের নেতা নির্ঝর কুণ্ডু বলেন, “সরকার সমস্ত বকেয়া ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দিক, নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।” গত দুই বছর ধরে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের বেতনের পার্থক্যের প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারকে চাপে ফেলেছেন। এর ফলে নবান্নও বিষয়টি নিয়ে বাড়তি ভাবনা-চিন্তা করছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই মুখ্যমন্ত্রী আসন্ন বাজেটে বেশ কিছু নতুন প্রকল্প ঘোষণা করতে পারেন। রূপশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো সামাজিক প্রকল্পগুলিতেও অতিরিক্ত বরাদ্দ হতে পারে।
রাজ্যের সরকারি কর্মচারীদের সংগঠন কো-অর্ডিনেশন কমিটির নেতা বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী জানিয়েছেন, “আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে দাবি জানিয়েছি, রাজ্য বাজেটে বকেয়া ৩৯ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়া হোক।” অন্যদিকে, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেছেন, “প্রথমে রাজ্য সরকারকে পুরো বকেয়া ডিএ মেটাতে হবে, তারপর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।”
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩% হারে ডিএ পাচ্ছেন, যেখানে রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র ১৪% ডিএ পান। ফলে ৩৯ শতাংশের পার্থক্য রয়ে গেছে। বাজেটের আগে এই ডিএ বৃদ্ধির সম্ভাবনা নিয়ে রাজ্য প্রশাসনের মধ্যে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও জানা যায়নি।