জাতীয় দলের জার্সি খুলে রঞ্জি ট্রফির মঞ্চে ফিরেও ব্যর্থ বিরাট কোহলি। দিল্লি বনাম রেলওয়েজের ম্যাচে হাজার হাজার দর্শক এসেছিলেন শুধুমাত্র কোহলির ব্যাটিং দেখার জন্য। কিন্তু প্রত্যাশার বিপরীতে মাত্র কয়েক বল টিকতে পারলেন ভারতীয় ক্রিকেটের তারকা ব্যাটসম্যান।
অরুণ জেটলি স্টেডিয়ামে বৃহস্পতিবার দিল্লির ফিল্ডিংয়ের সময় সারাক্ষণ মাঠে উপস্থিত থাকলেও ব্যাটিংয়ের জন্য অপেক্ষা করতে হয় তাঁকে। শুক্রবার সকালে, যশ ধুলের আউটের পর গ্যালারিতে উল্লাস শুরু হয়, কারণ সবাই জানত—এবার নামবেন বিরাট কোহলি!
কিন্তু মঞ্চে নেমেই হতাশ করলেন তিনি। রেলওয়েজের এক আনকোরা পেসার রাহুল শর্মার দুর্দান্ত ডেলিভারিতে সম্পূর্ণ বেকায়দায় পড়েন কোহলি। ইনিংসের ২৩.৬ ওভারে একটি জোরালো ইনসুইঙ্গারে হাওয়ায় উড়ে যায় তাঁর স্টাম্প! মাত্র কয়েক মুহূর্তের জন্য টিকলেন তিনি, আর তারপর হতাশায় মাথা নত করে ফিরলেন প্যাভিলিয়নে।
গ্যালারিতে তখন পিন পড়ার নীরবতা! কয়েক মুহূর্ত আগেও যে উচ্ছ্বাসে কাঁপছিল স্টেডিয়াম, তা যেন মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল। দিল্লির ঘরের মাঠেও দর্শকদের সমর্থন ছিল না রাজ্য দলের জন্য—তারা ছিল শুধুই কোহলির পাশে।
রেলওয়েজের নবাগত পেসারের সামনে এত বড় ব্যাটারের অসহায় আত্মসমর্পণ দেখে হতবাক ক্রিকেট মহল। তবে বিরাট কোহলির ব্যর্থতা যেন নতুন করে প্রশ্ন তুলে দিল—জাতীয় দলের বাইরেও কি তাঁর ব্যাটিং ফর্মের পতন অব্যাহত থাকবে?